X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

'ডিজিটাল যুগের স্বাদ ভোট দেওয়ার ক্ষেত্রেও পেলাম'

মো. আনোয়ার হোসেন, রাজশাহী থেকে
৩০ জুলাই ২০১৮, ১৫:০১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪০

ইভিএম কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৩৮ কেন্দ্রের মধ্যে দুইটি কেন্দ্রে  ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। রাসিক নির্বাচনে প্রথমবারের মতো এই পদ্ধতিতে ভোট হয়েছে। তবে ইভিএম-এ ভোট দিতে কোনও ঝামেলা হয়নি বলে জানিয়েছেন ভোটাররা।

নগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন বিবি হিন্দু একাডেমিতে ইভিএমের দুইটি কেন্দ্র। এরমধ্যে পুরুষ ১৬৩৭ ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৪০০ এবং নারী ১৭৪৮ ভোটারের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ৬২৫ জন ভোট দিয়েছেন।

রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব তরুণ সরকার বলেন, ‘প্রথমবারের মতো ইভিএম মাধ্যমে ভোট দিলাম। চমৎকার পদ্ধতি। ভুল হলেও বাতিল করার পদ্ধতি থাকছে। ডিজিটাল যুগের স্বাদটা আমরা ভোট প্রদান করার ক্ষেত্রেও পেলাম।’

রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) এমপি ফারুক চৌধুরীও এই কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, ‘এক কথায় চমৎকার এবং সহজ ও দ্রুততার সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এই পদ্ধতিতে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

ইভিএম কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটার তিনি বলেন, ‘নতুন পদ্ধতি বুঝতে অসুবিধা হবে অনেকের। তাই ধাপে ধাপে এই পদ্ধতি চালুর পরিমাণ বাড়াতে হবে।’

প্রথম ইভিএমে ভোট দেওয়ার পর নারী ভোটার মৌলি ও পারুল পারভীন জানান, খুব সহজ মনে হয়েছে। আর বুঝতে না পারলে সহকারী প্রিসাইডিং অফিসাররা সহযোগিতা করছে। আবার আগে গিয়ে আমাদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে লিফলেট প্রদান করেছেন।

জয় প্রকাশ নামে এক ভোটার বলেন, ‘এই পদ্ধতিতে ভোট দেওয়ার আগে আশঙ্কা ছিল। কিন্তু বুঝিয়ে দেওয়ার পর তা একেবারে সহজ মনে হয়েছে। আমি প্রথম এই পদ্ধতিতে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। কারণ, সিল মারার প্রয়োজন পড়ছে না। আবার আমার ভোটটা অন্য কেউ দিতে পারবে না। ঠিকঠাকভাবে ব্যালটে সিল মারতে না পরলে আগে যেমন নষ্ট হয়ে যেতো। এই পদ্ধতিতে তা হচ্ছে না।’

ইভিএম কেন্দ্র

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত কুমার প্রাং এবং নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, ‘আমরা ভোটের দুই দিন আগে এই কেন্দ্রে মক ভোটিংয়ের (মহড়া) ব্যবস্থা করেছিলাম। যেখানে এই এলাকার ভোটাররা অন্য প্রতীকে ভোট দেওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছিল। ফলে তাদের কোন সমস্যা হয়নি।’

আরও পড়ুন- 

রাজশাহীতে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

 ভোটকেন্দ্রে বুলবুলের অবস্থান

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট