X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জিতলেন লিটন ও সাদিক, সিলেটে এগিয়ে আরিফুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ০০:৫০আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০৩:২৩

 

খায়রুজ্জামান লিটন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আরিফুল হক চৌধুরী রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অন্যদিকে সিলেট সিটি করপোরেশনে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় এ সিটির ফল  এখনও ঘোষণা করা হয়নি। প্রতিনিধিদের পাঠানো খবর

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট। মোট ভোটকেন্দ্র ছিল ১৩৮টি যার মধ্যে দুইটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। রাজশাহী সিটির ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। মোট ভোটারের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৫৩ জন নারী এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে চারজন দলীয় প্রতীকে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন। মেয়র পদে অপর তিন প্রতিদ্বন্দ্বীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ। বিজয়ের পর পরিবারের সঙ্গে খায়রুজ্জামান লিটন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০৭টি কেন্দ্র থেকে পাওয়া ফলে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরওয়ার ১৩ হাজার ১৩৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এ নির্বাচনে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের কারণে রিটার্নিং অফিসারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এর আগে নানা অনিয়মের অভিযোগ এনে চার মেয়রপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী ছিলেন। তাদের মধ্যে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মনীষা চক্রবর্তী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী বশিরুল হক ঝুনু।

আরিফ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া ঘোষিত ফলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬টি ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল হক চৌধুরী এগিয়ে রয়েছেন ৪ হাজার ৬২৬ ভোটে। দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় এ সিটির ফল  এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন..
নগরবাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি সাদিক আব্দুল্লাহর

সিলেটে ফল ঘোষণা স্থগিতের আবেদন কামরানের এজেন্টের

সিলেটে জামায়াতের প্রাপ্তি ১০ হাজার ভোট

সিলেটে জয়ের পথে আরিফ

বরিশালে বিপুল ভোটে জয়ী সাদিক আব্দুল্লাহ

প্রত্যাশা পূরণ করেনি ৩ সিটির ভোট

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক