X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্দোলনরত শিক্ষার্থীদের গালি দেওয়ায় এসআই ক্লোজড

বরিশাল প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১৯:৩৭আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২০:৪৪

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে এসআই ক্লোজ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ করায় কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. হাবিবকে ক্লোজ করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন নবগ্রাম চৌমাথায় বরিশাল-ঢাকা মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ করেন কোতোয়ালি থানার এসআই মো. হাবিব। এ সময় গালিগালাজের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও উত্তেজিত হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কোতোয়ালি থানা থেকে এসআই মো. হাবিবকে পুলিশ লাইনে ক্লোজ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে পৌনে তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক এবং যানবাহন চলাচল শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব হোসেন জানায়, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), সাবেরা খাতুনসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চৌমাথা বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিল। এ সময় কোতোয়ালি থানার এসআই মো. হাবিবসহ কয়েকজন পুলিশ সদস্য এসে শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে চলে যাওয়ার কথা বললে এসআই মো. হাবিব তাদের গালিগালাজ শুরু করে। সেই সঙ্গে এসআই হাবিব শিক্ষার্থীদের নিয়ে বাজে মন্তব্য করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এসআই হাবিবের শাস্তি দাবি করে।

এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে এসআই হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করায় কোতোয়ালি থানার এসআই মো. হাবিবকে তাৎক্ষণিক পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা