X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঘর পোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়া বিএনপির স্বপ্ন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৭:২৩আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৭:২৯

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ঘর পোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়া বিএনপির স্বপ্ন, এটা স্বপ্নই থেকে যাবে। সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। আন্দোলনের নামে সহিংসতা করে সরকারের পতন ঘটাতে চেয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা অন্যের কাঁধে সওয়ার হয়ে নিজের ফায়দা হাসিল করতে চায়।’

মঙ্গলবার (৭ আগস্ট) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছিল, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। তাদের দাবি বাস্তবায়ন শুরু করেছে সরকার। নিরাপদ সড়কের জন্য যে আইনটা করা হয়েছে যেটা কেবিনেটে অনুমদিত হয়েছে, এটা এখন পার্লামেন্টে যাবে। সেখানে কোনও ধারার সংযোজন বা বিয়োজন করার থাকলে জনপ্রতিনিধিরা সেটার ওপর মতামত দেবেন। আইনের প্রয়োগের মাধ্যমে চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। দেশে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। এটা নিয়ে কোনও আন্দোলনের দরকার নেই, কোনও উসকানি দেওয়ার দরকার নেই।’  এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল রাব্বিসহ দলীয় নেতাকর্মীরা। কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ

এদিকে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় নবনির্মিত শেখ রাসেল স্মৃতি শিশু পার্ক উদ্বোধন শেষে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কোনও শক্তি বা অপশক্তি নেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারে। বিএনপি নীলনকশা করেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর। সব ষড়যন্ত রুখে দিয়েছে আওয়ামী লীগ।’

সরকারের সাড়ে ৯ বছরের সফলতার চিত্র তুলে ধরে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এ সময়ে দেশের প্রতিটা সেক্টরেই উন্নয়ন হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ সব সেক্টরে উন্নয়ন হয়েছে।’ ভেড়ামারায় শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধনী শেষে ধরমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা