X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বরিশালের ছয় আসনে ভোটার বেড়েছে আড়াই লাখ

বরিশাল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ০৩:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০৪:০১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে ৬টি আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে মোট ভোটারের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে, ওই ছয় আসনে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আড়াই লাখ। জেলা নির্বাচন কর্মকর্তা হেলালউদ্দিন খান জানিয়েছেন, প্রকাশিত খসড়া তালিকার বিষয়ে কারও কোন আপত্তি বা সুপারিশ থাকলে তা ১৯ আগস্টের মধ্যে জানাতে হবে এবং ২৭ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত তার ওপর শুনানি হবে। পরে ৬ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে বরিশালের ৬টি আসনে মোট  ভোটার ১৭ লাখ ৭৬ হাজার ৫৫৫ জন। ২০১৪ সালের নির্বাচনে ভোটার ছিলো ১৫ লাখ ২৯ হাজার ২৬৪ জন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ৬টি আসনে মোট ভোটার বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ২৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ১৭৬ জন এবং নারী ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ১৪ হাজার ২১৫ জন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট দেয়ার জন্য নির্ধারিত হয়েছে ৮১২টি কেন্দ্রের ৩ হাজার ৯৮৪টি বুথ। ২০১৪ সালের নির্বাচনে ভোটারদের জন্য নির্ধারিত ছিলো ৬২৭টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৯১২টি বুথ। ফলে ভোটকেন্দ্র বেড়েছে ১৮৫টি এবং বুথ ৭২টি।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ৩২ হাজার ৯৭৫ জন ভোটার ও ৩৪টি ভোটকেন্দ্র, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ৪৩ হাজার ২৭৯ জন ভোটার ও ৩৬টি ভোটকেন্দ্র, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৩৫ হাজার ৪৬৩ জন ভোটার ও ৪৩টি কেন্দ্র, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ৪৯ হাজার ৪২৪ জন ভোটার ও ৪১টি ভোটকেন্দ্র, বরিশাল-৫ (বরিশাল সদর ও সিটি) আসনে ৫৪ হাজার ৯৬০ জন ভোটার ও ১৫টি ভোটকেন্দ্র এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ৩১ হাজার ১৯০ জন ভোটার ও ১৬টি ভোটকেন্দ্র বেড়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়