X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিজস্ব অর্থায়নে স্কুলের সামনে জেব্রা ক্রসিং ও রোড সাইন বসাচ্ছেন মেয়র সাদিক

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১০:২৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১০:৩৬

সড়কে জেব্রা ক্রসিংয়ের কাজের উদ্বোধন করেন মেয়র নিরাপদ সড়কের দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া আশ্বাস অনুযায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজস্ব অর্থায়নে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন বসানো শুরু করেছেন। মেয়রের এ কাজকে স্বাগত জানিয়েছে ট্রাফিক বিভাগ।

রবিবার (১২ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে বরিশাল সরকারি জিলা স্কুলের সামনের সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

এসময় মেয়র বলেন, ‘শিক্ষার্থীরা যেমন নিরাপদ সড়ক চায়, তেমনি আমরাই চাই। নিরাপদ সড়কের দাবিতে বরিশালেও শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তাদের সঙ্গে একমত পোষণ করে নিরাপদ সড়কের জন্য যা কিছু করণীয় তা আমি করার প্রতিশ্রুতি দিয়েছি। শিক্ষার্থীরা আমার কথা শুনে গত ৫ আগস্ট আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়। তাই শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মেয়র তিনি আরও বলেন, বরিশাল নগরীর অধিকাংশ সড়কেই জেব্রা ক্রসিং না থাকায় রাস্তা পারাপারে কোনও ধরাবাধা নিয়ম অনুসরণ করা হয় না। আবার মহাসড়কে রোড-সাইনে লেখা থাকে সামনে স্কুল, হাসাপাতাল,হর্ন বাজাবেন না, রাস্তা আকাঁবাঁকা, বাক আছে,কার্লভার্ট আছে, সেতু আছে। এসব চিহ্নও বরিশাল নগীর অভ্যন্তরীণ সড়কে নেই । তাই আপাতত আমরা স্কুলগুলোর সামনে জেব্রা ক্রসিংয়ের পাশাপাশি রোড সাইনও লাগিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

এ কার্যক্রম উদ্বোধন কালে মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম, সহকারী কমিশনার (ট্রাফিক) এএসএম ফায়েজুর রহমানসহ জিলা স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাদিক আবদুল্লাহর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তাসহ নগরীর যান চলাচলে শৃঙ্খলা আসনে সহায়তা হবে বলে মনে করেন নগরীর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার খাইরুল বাশার। বরিশালের এই উদ্যোগ সারা দেশে অনুকরণীয় হতে পারে বলেও মনে করেন বরিশাল নগরীর ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’