X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে জামায়াত-শিবিরের তিন নেতার কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ২১:১২আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:১২

কারাদণ্ড

শেরপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় গোপন সভা করার অভিযোগে করা মামলায় জামায়াত-শিবিরের তিন নেতাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর সোমবার (১৩ আগষ্ট) দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মানজন আলীর ছেলে আবু মাসুম ওরফে মাসুদ বিল্লাহ (৩০), পূর্ব চাঁদ গাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৫)। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

তারা হলেন, মো. হাফিজুর রহমান (২৫), মো. রুবেল মিয়া (২৫), মিজানুর রহমান (৩০), মাহফুজুর রহমান (২৮), মো. হৃদয় মিয়া (৩০) ও রসুল মিয়া (২৭)। 

আদালতের পিপি অ্যাডভোকেট চন্দ কুমার পাল জানান, ২০১৫ সালের ৪ জুন বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদে সন্ত্রাস  ও নাশকতার উদ্দেশ্যে গোপনে বৈঠক করে এলাকার জামায়াত-শিবির নেতারা। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশিবির সভাপতি আবু মাসুম ওরফে মাসুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শিবিরকর্মী রবিউল ইসলামকে রাষ্ট্রবিরোধী জিহাদী বই ও লিফলেটসহ হাতেনাতে আটক করে। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় একই দিন নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ২০১৬ সালের ৫ মে আটক তিন  শিবির নেতাসহ জামায়াত-শিবিরের ৯ নেতা কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা বিভিন্ন পর্যায়ে আদালত থেকে জামিনে বেরিয়ে গেলেও মাসুদ দীর্ঘদিন পলাতক থাকায় গত ২৪ জুন তার জামিন বাতিল হয়। বিচারিক প্রক্রিয়ায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত সোমবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট এম কে মোরাদুজ্জামান মুরাদ মামলাটি পরিচালনা করেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক