X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৩:৪২আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৩:৪৬

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  রবিবার (১২আগস্ট) বিকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুখলেছুর রহমান তরফদার টিপু ও আরেক মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খাঁন বাবুর সমর্থকদের মধ্যে এ  ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা কমিটির সাবেক সহ-সভাপতি মুখলেছুর রহমান তরফদার টিপু বিকাল ৬টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাজারে আসেন। কিছুক্ষণ পর একই আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন আহত হন এবং পরে  তিন জনকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মুখলেছুর রহমান তরফদার টিপু বলেন, ‘শান্তিপূর্ণ গণসংযোগে বাবু খাঁনের সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে।’

মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, ‘এ ঘটনা কোনওভাবেই প্রত্যাশিত নয়। যারা হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওসি সুকুমার বিশ্বাস  বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/এমএফ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়