X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৮:০০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৮:১০

বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে মতবিনিময়

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী বিওপি সীমান্তে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের ৬৫ বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে অধিনায়ক পর্যায়ে মতবিনিময় হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বড়শশী বিওপি সীমান্ত পিলার ৭৭৮/৩ এস সংলগ্ন ভারতের সাতখুড়া ক্যাম্পে এ মতবিনিময় হয়। মঙ্গলবার (১৪ জুলাই) ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দফতর নীলফামারীর উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

মো. মিজানুর রহমান খাঁন জানান, ৬৫ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার সিং।

তিনি আরও বলেন, ‘সীমান্তে ভারতের সীমানায় ১ দশমিক ১১৫ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায় বিএসএফ। এজন্য বাংলাদেশ ও ভারতের সার্ভেয়ার দিয়ে মাপনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে যৌথ মতবিনিময় সভার আহ্বান করা হয়।’

মো. মিজানুর রহমান খাঁন বলেন, ‘সীমান্তে ভারতীয় সীমানার ১৫০ গজের মধ্যে একসারির কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের গুলি বর্ষণ ও বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচাররোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ করেন ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ। এ ব্যাপারে বিএসএফের কমান্ড্যান্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!