X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌঘাটে লঞ্চ ও ফেরির সংখ্যা বাড়ানোর দাবি

রাজবাড়ী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ২২:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২২:৪০

জৌকুড়া নৌঘাট জৌকুড়া-নাজিরগঞ্জ নৌঘাটে লঞ্চ ও ফেরির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। এই নৌঘাটের মাধ্যমে রাজবাড়ী জেলার জৌকুড়া থেকে  পাবনা জেলার নাজিরগঞ্জ যাতায়াত করা যায়। বর্তমানে দুইটি ফেরি ও দুইটি লঞ্চ দিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ ঘাটের সংযোগ সড়ক,পল্টুন,চলাচল করা লঞ্চ ও ফেরির কাঠামোগত অবস্থা একেবারে বেহাল। পল্টুনে কর্মরত শ্রমিক ও যাত্রীদের জন্য বিশ্রামাগার এবং টয়লেটের কোনও ব্যবস্থা নেই। রোদ-বৃষ্টিতে খোলা আকাশের নিচেই সবাইকে দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হয়। শুধু টিনের ছাপড়ার খুপড়ি ঘরে টিকিট বিক্রির জন্য ঘাট ইজারদারদের কয়েকজন বসে থাকেন।

জানা গেছে, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের অধীনে ধাওয়াপাড়ার জৌকুড়া ফেরি ঘাটটি পরিচালিত হয়। ইজারাদারদের নিয়ন্ত্রণে ফেরি ও লঞ্চ চলাচল করে। এর পাশাপাশি ১০টি ট্রলার ঘণ্টা হিসাব করে যাত্রী পারাপার করে। দীর্ঘদিন এ রুটে নতুন কোনও ফেরি বা লঞ্চ সংযুক্ত হয়নি। এছাড়া ঘাট কর্তৃপক্ষ যাত্রী পারাপারে ফেরি ও লঞ্চ চলাচলে কোনও সময়সীমাও মানেন না বলে অভিযোগ যাত্রীদের।

ট্রলারে পার হচ্ছেন যাত্রীরা ঘাটসূত্রে জানা গেছে, ফেরি চলাচলের সময় সকাল ৮টা, ৯টা, দুপুর সাড়ে ১২টা, আড়াইটা ও রাত ৯টা। এছাড়া এ রুটে নির্দিষ্ট কিছু যাত্রীবাহী বাস,পণ্যবাহী ট্রাক,মাইক্রোবাস, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন পারাপার হয়। ফেরি কম হওয়ায় অনেক সময় জৌকুড়া ঘাট এলাকায় যানবাহনের চালক ও যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়।

জৌকুড়া ঘাটের লঞ্চ মালিক পক্ষের ম্যানেজার আব্দুল লতিফ জানান, এ ঘাটে যাত্রীর সংখ্যা মোটামুটি। কিন্তু পুরাতন লঞ্চ হওয়ায় যাত্রীরা অনেক সময় ঝুঁকি নিয়ে পারাপার হতে চায় না। এ রুটে ভালো ও বড় লঞ্চ থাকলে ব্যবসা ভালো হতো। যাত্রীদের সংখ্যাও বৃদ্ধি পেত।

ফেরি চলাচল রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, জৌকুড়া ফেরি ঘাটটি রাজবাড়ীকে পাবনার সঙ্গে সম্পৃক্ত করেছে। এ ঘাট সড়ক ও জনপথ অধিদফতরের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বর্তমানে এ রুটে দু’টি ফেরি চলমান রয়েছে। কিন্তু ফেরিগুলো পুরানো। নতুন একটি ফেরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সরকারিভাবে ঘাটটি ইজারা দেওয়া হয়েছে। ঘাটের অ্যাপোচ সড়কটি নিয়মিত মেরামত ও পল্টুনটি নদীর পানি ওপর ভিত্তি করে ওঠানামা করানো হয়। কর্মচারী থাকার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপশি যাত্রীদের সাময়িক বিশ্রাম নেওয়ার বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা