X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হিলিতে ক্রেতা সংকট, কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ২৩:১৭আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২৩:২৪

আমদানি করা পেঁয়াজ আমদানি করা পেঁয়াজের ক্রেতার সংকট ও সরবরাহ বাড়ায় হিলিতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৬টাকা কমেছে। মঙ্গলবার (১৪ আগস্ট) প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ১৮ টাকা থেকে ২০টাকা দরে। বন্দরে আমদানি করা এসব পেঁয়াজ প্রকারভেদে সোমবার (১৩ আগস্ট) প্রতি কেজি বিক্রি হয়েছিল ২২ টাকা থেকে ২৬ টাকা দরে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বাজারে চাহিদার ওপর নির্ভর করে বন্দর দিয়ে আগে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো। চলতি সপ্তাহ থেকে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদাকে ঘিরে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬০ থেকে ৭০ ট্রাকে। গত দুদিনে সে সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ ট্রাকে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোরবানি উপলক্ষে পেঁয়াজের বাড়তি চাহিদাকে মাথায় রেখে বন্দরের ছোট-বড় সব ধরনের আমদানিকারক পেঁয়াজের এলসি খুলেছেন। এসব এলসির বিপরীতে বন্দর দিয়ে দেশে পেঁয়াজও আমদানি হচ্ছে। এতে করে বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানির ফলে দেশের বাজারে পেঁয়াজের যে চাহিদা রয়েছে, তার চেয়ে পেঁয়াজের সরবরাহ অনেক গুন বেড়ে গেছে। শুধ আজ মঙ্গলবার বন্দর দিয়ে ৯৫টি ট্রাকে দুই হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। এমন অবস্থায় বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে, বাজারে পেঁয়াজের কোনও ক্রেতা পাওয়া যাচ্ছে না। বন্দর দিয়ে আমদানি করা কিছু পেঁয়াজ স্থানীয়ভাবে বন্দর এলাকায় বিক্রি হলেও অধিকাংশ পেঁয়াজই বিক্রি হয়নি। এমন অবস্থায় আমদানিকারকরা লোকসানের আশঙ্কায় আমদানি করা এসব পেঁয়াজ নিজ চালানে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন মোকামে ব্যাপারীদের কাছে পাঠানো হচ্ছে। সেখানে যে দামে বিক্রি হবে, সে দামে টাকা পরিশোধ করতে হবে এমন শর্তে পেঁয়াজ পাঠানো হচ্ছে। এতে করে বন্দর দিয়ে যে হারে পেঁয়াজ আমদানি হচ্ছে এবং ভারতের অভ্যন্তরে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে; তাতে করে কোরবানির ঈদে পেঁয়াজের চাহিদা বাড়লেও দাম বাড়ার কোনও আশঙ্কা নেই।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!