X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

হিলি প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১২:৫১আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:২২

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার গিরিজ কুমার বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফার হাতে বিএসএফের পক্ষ থেকে ৫ প্যাকেট মিষ্টি ও ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো বিজিবি

ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি গিরিজ কুমার বলেন, ‘আজ ১৫ই আগস্ট ভারতের ৭২তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আমাদের বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি।’

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা বলেন, ‘আজ ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিএসএফ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও দিনাজপুর সেক্টর কমান্ডার এবং আমাদের ক্যাম্পসহ সর্বমোট ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আমরাও বিজিবির পক্ষ থেকে তাদের রায়গঞ্জ সেক্টরের ডিআইজ, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি ক্যাম্পসহ সর্বমোট ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি।’ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

তিনি আরও বলেন, ‘সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট