X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: জামিনের মেয়াদ শেষেও প্রকাশ্যে ঘুরছে আসামি

গাজীপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১৮:২১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:৩০

আসামি আব্দুল মালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের সময়সীমা শেষ হওয়ার পরও প্রকাশ্যে ঘুরছে আসামি আব্দুল মালেক। পুলিশ বলছে, যে আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে সেটি মালেকের আইডি নয় বলে দাবি করেছে সে। এদিকে জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি নিম্ন আদালতে হাজির না হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় পুলিশের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মামলার বাদী গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ।

অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বাদী নাসির উদ্দিন জর্জ বলেন, ‘আমাকে না জানিয়ে মামলাটি পুলিশ বিভাগের অন্য একটি শাখায় স্থানান্তর করা হয়েছে। গত ৫ জুন অভিযুক্ত আব্দুল মালেককে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দেন হাইকোর্ট। যার চার সপ্তাহ আগে জামিনের মেয়াদ শেষ হয়েছে। অথচ আসামি প্রকাশ্যে ঘুরছে।’ এদিকে, গত ১৩ আগস্ট পর্যন্ত অভিযুক্ত মালেক নিম্ন আদালতে আত্মসমর্পণও করেনি বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আশরাফুল ইসলাম রতন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘মামলাটি জুলাই মাসে গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) স্থানান্তরিত হয়েছে। তাছাড়া এর আগে আমরা মালেককে খুঁজেছি কিন্তু পাইনি।’

জামিন আবেদনের কপি গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আমীর হোসেন জানান, অভিযুক্ত মালেক দাবি করেছেন, যে আইডি থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে, সেটি তার আইডি নয়। মামলাটি ডিবির উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম তদন্ত করছেন। প্রকাশ্যে মাওনা চৌরাস্তায় অভিযুক্ত আব্দুল মালেক তার সিটি হাসপাতালে নিয়মিত যাতায়াতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে।’

প্রসঙ্গত, গত ২০ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘হৃদয়ে বাংলাদেশ’ নামক একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা হয়। এরপর দ্রুত মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এর পর ২৪ মে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে আব্দুল মালেককে আসামি করা হয়।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুর রহমান সফিক বলেন, ‘এ ঘটনার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যারা বাধা দেবে তাদেরও চিহ্নিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি।’

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
আদম তমিজীর আত্মহত্যার হুমকি, ফিরে গেলো র‌্যাব
প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি, ৪ প্রবাসীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন