X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শোক দিবস উপলক্ষে নীলফামারীতে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

নীলফামারী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ২৩:২৬আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২৩:৩৮

জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীতে দুই দিনব্যাপী ফ্রি শিশু মেডিক্যাল ক্যাম্প শুরু

৪৩ তম জাতীয় শোক দিবসে নীলফামারীতে দুই দিনব্যাপী শিশুদের ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে প্রথম দিনে বিনামূল্যে শিশু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন নীলফামারী পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড কমিটি।

জেলা শহরের নতুন বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে প্রথম দিন বুধবার (১৫ আগস্ট) এক হাজার শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পত্র বিনামূল্যে দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজম বিভাগের প্রকল্প পরিচালক  এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের স্ত্রী অধ্যাপক ডা. শাহীন আখতারসহ ওই শিশু ক্যাম্পে মোট ৬জন চিকিৎসক শিশুদের চিকিৎসা দেন। অন্য চিকিৎসকরা হচ্ছেন ডা. বিকাশ চন্দ্র পাল, ডা. মাহাজুর আলম, ডা. রঞ্জন শুভ্র পাল, ডা. ধীমান কুমার রায় ও ফিজিওথেরাপিস্ট আবু সুফিয়ান।

বৃহস্পতিবার (১৬ আগস্ট)  দ্বিতীয় দিনের  চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শাখামাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

ফ্রি শিশু মেডিক্যাল ক্যাম্পে সন্তানদের নিয়ে চিকিৎসকদের দেখানোর অপেক্ষায় মায়েরা  

অধ্যাপক ডা. শাহীন আখতার জানান, আমরা সাধারণত বিভিন্ন সময় ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে থাকি। আজ ৪৩ তম জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপির সার্বিক সহযোগিতায় বিশেষ ফ্রি-শিশু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে শিশুদের বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হচ্ছে।

ওই ওয়ার্ডের বাসিন্দা শিশুরোগী সাফার (৭) মা সুখী বলেন, ঢাকায় গিয়ে ভালো কোনও শিশু বিশেষজ্ঞর কাছে ছেলের চিকিৎসা করার মতো সামর্থ নেই। বাড়ির পাশে বসেই আজ ঢাকার শিশু চিকিৎসকদের কাছে ছেলের চিকিৎসা ও ঔষধ পেলাম বিনামূল্যে। এটি আমাদের জন্য খুব ভালো হয়েছে। 

একই এলাকার সাত মাস বয়সী আনহা-র মা লুনা বেগম বলেন, ‘ঢাকা থাকি আসা শিশু ডাক্তারদের কাছে ছেলের চিকিৎসা পেয়ে আমি উপকৃত হইছি।’

এ সময় চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী