X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্মার্ট কার্ডে জেলার বানান ভুল, হতাশ মৌলভীবাজারবাসী

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ০৬:৫৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ০৭:১৮
image

মৌলভীবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন নাগরিকরা। অবশ্য কার্ড হাতে পেয়ে ফিরেছেন বিষাদগ্রস্ত হয়ে। কারণ কার্ডে মৌলভীবাজার নামটিই ভুল। ইংরেজিতে Moulvibazar বানানের স্থানে লেখা হয়েছে Maulvibazar। সচেতন নাগরিকদের কেউ কেউ তাৎক্ষনিক এই ভুল সংশোধনের প্রক্রিয়া জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, এ ভুলের বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই। নাগরিক সমাজের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে। স্মার্ট কার্ডে জেলার বানান ভুল, হতাশ মৌলভীবাজারবাসী

গত বুধবার (৮আগস্ট) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার সকাল থেকে মাঠ পর্যায়ে স্মাট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। মৌলভীবাজার নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, মৌলভীবাজার সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০৭ জন। এদের মধ্যে ২ লাখ ২২ হাজার ৮৫২ জনের কার্ড এসেছে বিতরণের জন্য।

মৌলভীবাজারবাসী ডাডলি ডেরিক প্রেন্টিস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কাজের ব্যস্ততা থাকার পরও স্মার্ট কার্ড নিতে আসলাম। যখন কার্ডটি হাতে পেলাম তখন মনটাই খারাপ হয়ে গেল। নিজ জেলার নাম ভুল স্মার্ট কার্ডে। এ স্মার্ট কার্ডটি আমি কোথাও ব্যবহার করতে পারব না। স্মার্ট কার্ডে মৌলভীবাজার জেলার বানান Moulvibazar না হয়ে Maulvibazar হয়ে গেছে।’ একই কথা জানালেন স্মার্ট কার্ডের ভুল নিয়ে হতাশ আরেক নাগরিক সুমি বেগম।

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা সাজ্জাদুর রহমান সাজ্জাদ মন্তব্য করেছেন, ‘কোটি কোটি টাকা দিয়ে স্মার্ট কার্ড বানানো হয়েছে। সেখানে এরকম ভুল থাকে কী করে? তাহলে একে আমরা স্মার্ট কার্ড বলব কেন? বিতরণের আগেই তো ভুল-ক্রটি সংশোধন করা উচিত ছিল। ভোটার কেন এ কার্ডের ভুল নির্ণয় করে সংশোধনের জন্য দৌঁড়াবে? এভাবে ভুল থাকা স্মার্ট কার্ড বিতরণ করে ভোটারদের হয়রানি করার কোনও মানে হয় না। এ কার্ড ঠিক হতে কত দিন সময় লাগবে সেটাও জানি না।’

স্মার্ট কার্ডে জেলার বানান ভুল, হতাশ মৌলভীবাজারবাসী মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান বলেছেন, ‘খোদ জেলার নামই এত সংখ্যক কার্ডে ভুল হয়েছে, যা সত্যি দুঃখজনক। অতি দ্রুত এই ভুল সংশোধনের দাবি জানাচ্ছি।’ মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান বলেছেন, ‘যাদের অবহেলার কারণে জনগণের ট্যাক্সের টাকায় তৈরী করা কার্ডে এমন ভুল হলো তাদের শাস্তি প্রাপ্য। এই ভুল সংশোধনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেছেন, ‘আমরা স্মাট কার্ডে থাকা ভুলটি দেখেছি। উচ্চ মহলে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তবে এ ভুলের জন্য আঞ্চলিক কার্যালয়ের কোনও দায় নেই।’

মৌলভীবাজারে স্মাট কার্ড নিতে দাঁড়াতে হয়েছে দীর্ঘ লাইনে

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী