X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জমি বিক্রির জন্য চাপ, চাষ করতে পারছেন না কৃষক

গাজীপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ১৫:৪৭আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:২৬

ফসলের মাঠে কৃষক নাসির উদ্দিন মোল্লা গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রি করার জন্য ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের চাপে এক কৃষক বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পালিয়ে পালিয়ে থাকার কারণে জমি কেনার পরও সেই জমিতে ফসল চাষ করতে পারছেন না তিনি। এছাড়া পুলিশ দিয়ে ওই কৃষককে ভয়ভীতি দেখানোরও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, লতিফপুর এলাকার কৃষক নাসির উদ্দিন মোল্লাকে তার জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছেন গোসিঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। জমি বিক্রি না করায় পুলিশের মাধ্যমে ভয়ভীতি দেখানো এবং জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিতে চাওয়ার কারণে বাড়ি থাকে পালিয়েছেন ওই কৃষক।

নাসির উদ্দিনের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘প্রতিবেশী নূরজাহান বেগমের জামাতা দেলোয়ার হোসেনের কাছ থেকে আমাদের ছেলের নামে সাড়ে তিন গন্ডা জমি কিনি আমরা। ওই জমি থেকে দুই গন্ডা প্রতিবেশী সামসুন্নাহার পারভীনের কাছে বিক্রির জন্য নানা কৌশলে আমার স্বামীকে হয়রানি করছে গোসিঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম সামসুন্নাহার পারভীনের মেয়ের শ্বশুর। ওই আত্মীয়তার কারণে আমার স্বামীকে তারা জমি বিক্রি করতে বাধ্য করার চেষ্টা করছে।’

খাদিজা বেগম জানান, ‘আমার স্বামী জমিতে ফসল উৎপাদন করে নিয়মিত বিভিন্ন বাজারে বিক্রি করেন। বাজারে ফসল বিক্রির সময় গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে বিভিন্ন সময় লোক পাঠিয়ে তার কার্যালয়ে নিয়ে যায়। পরে সেখানে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। আমার স্বামী মরে গেলেও জমি বিক্রি করবে না।’

খোদেজা বেগম গত ২৪ জুলাই গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমি জবরদখলের হুমকির অভিযোগে একটি মামলা করেন। ম্যাজিস্ট্রেট সব পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। গত ৩০ জুলাই শ্রীপুর থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ দেয়। ওই নোটিশ জারির পরও গত ১৪ আগস্ট শ্রীপুর থানা পুলিশ জমি থেকে কৃষককে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকীব জানান, ‘এ ব্যাপারে সামসুন্নাহার পারভীন শ্রীপুরের ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এজন্য কৃষককে থানায় নিয়ে জিজ্ঞাসবাদ করা হয়েছে।’

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন