X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ, লাভের আশায় খামারিরা

মাগুরা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ২২:০৬আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২২:০৬




খামারে গরুকে সেবাযত্ন করা হচ্ছে ঈদুল আজহার আর মাত্র ৬ দিন বাকি। কোরবানির এই ঈদকে সামনে রেখে মাগুরার পশুর হাটগুলো ইতোমধ্যেই জমে উঠেছে।বাজরে ক্রেতা আর বিক্রেতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মাগুরার খামারিরা দীর্ঘদিন ধরে প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ করা গরু বাজারে তুলেছেন। মাগুরায় এবার প্রায় ৬৫ কোটি টাকার গরু বিক্রি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মাগুরা পশুসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদকে ঘিরে এবার ১৩১৮৭টি গরু মোটাতাজাকরণ করা হয়েছে। যেখানে চাহিদা ৬৫২০টির। ফলে চাহিদার তুলনায় গরুর সংখ্যা যথেষ্ট।

মাগুরার আড়াইসাত গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘আমি এক বছর আগে এক লাখ টাকা দিয়ে তিনটি গরু কিনি। গরুর পেছনে এ পর্যন্ত আমার ব্যয় ৫০ হাজার টাকা। বর্তমানে আমার গরু তিনটি আড়াই লাখ টাকায় কেনার প্রস্তাব এসেছে।’

সদর উপজেলার রামনগর উপজেলার পশু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। খাবার হিসাবে খড়, চিটাগুড় এবং ইউরিয়া ব্যবহার করা হয়েছে। কোনও প্রকার স্টেরোয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয়নি। চিকিৎসকের পরামর্শে শুধু গরুর ক্ষুধা বাড়ানোর কিছু ওষুধ দেওয়া হয়েছে। গরুকে সুন্দর দেখাতে আমরা জিংক সিরাপ জাতীয় ওষুধ দিয়েছি।’

সদর উপজেলার আবালপুর এলাকার গরু ব্যবসায়ী মতি মিয়া বলেন, ‘মাগুরার গরুর অনেক চাহিদা। ইতোমধ্যেই গরু কিনতে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসছে গরু কিনতে। যদি ভারতীয় গরুর আমদানি বন্ধ করা যায় তবে মাগুরার গরু খামারিরা এবার খুশিমনে গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন।’

জেলা পশুপালন কর্মকর্তা কানাই লাল সরকার বলেন, ‘আমরা প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করণের জন্য পশুপালকদেরকে সব ধরনের সগযোগিতা দিয়েছি। এছাড়াও স্টেরোয়েড ফ্রি গরু মোটাতাজা করণের জন্য আমাদের ৬টি টিম সবসময় কাজ করে যাচ্ছে।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘কোরবানি ঈদ সামনে রেখে কোনও ধরনের টোল আদায় যেন না হয় তা আমরা নিশ্চিত করেছি। এছাড়াও কোনও ধরণের চাঁদাবাজি ও আইন-শৃংখলার অবনতি যেন না ঘটে সেজন্যও আমরা সবসময় তৎপর।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা