X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ঘাটতি ৫০ হাজার পশু, হাট বসবে ৪০০ স্থানে

মাসুদ আলম, কুমিল্লা
১৭ আগস্ট ২০১৮, ১৮:৫৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:০০

কোরবানি হাটে তুলবেন তাই গরুটিকে পরিচর্যা করছেন একজন খামারি এবারের ঈদুল আজহায় কুমিল্লা জেলায় পশুর চাহিদা রয়েছে সাড়ে তিন লাখ। তবে কোরবানির জন্য বিক্রি করা হবে জেলায় এমন পশু আছে তিন লাখ চার হাজার একশ ৩৬টি। সেই হিসাবে ঘাটতি রয়েছে প্রায় ৫০ হাজার পশুর। এসব তথ্য জানিয়ে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র বলছে, শেষের দিকে বেশি লাভের আশায় অনেকে ঘরের পশুটিও বিক্রি করে দিতে পারেন, আবার বাইরের জেলা থেকেও গরু আসবে। এতে ঘাটতির সমাধান মিলবে। এদিকে কুমিল্লা জেলায় পৌনে চরশটি স্থানে এবার পশুর হাট বসবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ অফিসের সূত্র জানায়, জেলায় এবার কোরবানির জন্য খামারি ও কৃষকরা প্রস্তুত করেছেন তিন লাখ চার হাজার একশ ৩৬টি পশু। তার মধ্যে ষাঁড় এক লাখ ৭৪ হাজার পাঁচশ ৫৬টি, মহিষ ১৪৬টি, বলদ ৬৩ হাজার একশ ৭২টি, গাভী ২২ হাজার ছয়শ ৮০টি, ছাগল ৪২ হাজার চারশ ১৬টি ও ভেড়া এক হাজার একশ ৬৬টি। জেলার ১৭ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পশু রয়েছে হোমনায়, ২৫ হাজার সাতশ ৮০টি। কম পশু রয়েছে মনোহরগঞ্জে, তিন হাজার দুইশ ১১টি।

সূত্র আরও জানায়, কুমিল্লা সীমান্তবর্তী জেলা হওয়ায় অনেকে আশঙ্কায় রয়েছেন ভারতের গরু আনা হতে পারে। এতে দাম কমবে দেশি গরুর। লোকসানে পড়বে দেশের খামারিরা।

কুমিল্লার লালমাই উপজেলার দক্ষিণ বিলোনিয়া গ্রামের গরুর খামারি আবদুল আজিজ বলেন, ‘আমি শতাধিক গরু প্রস্তুত করেছি কোরবানি বাজারের জন্য। প্রতি গরুর দাম ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘দেশের বাইরে থেকে গরু না আসলে ভালো লাভ করতে পারবো।’

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান বলেন, ‘পশুর এই ঘাটতি থাকবে না। কারণ, বাইরের জেলার গরু আসবে। এছাড়া অনেকে শেষ দিকে ভালো লাভের জন্য তার ঘরের গরুটিও বিক্রি করে দিবেন।’ এদিকে সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘এবারের ঈদে কুমিল্লায় স্থায়ী পশুর হাট বসবে ৪১টি এবং অস্থায়ী হাট বসবে ৩৩৪টি। সব মিলিয়ে মোট ৩৭৫ পশুর হাট বসবে। হাটে পশু আনা নেওয়ার সময় মহাসড়ক ও সংযোগ সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধসহ যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জেলা পুলিশ কাজ করবে। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের পাশে এবং কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসতে দেওয়া হবে না।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর আরও বলেন, ‘পশুর সংকট থাকলেও চাহিদা পূরণ করা সম্ভব। স্থায়ী পশুর হাট ৪১টি এবং অস্থায়ী ৩৩৪ হাটে নিরাপত্তায় থাকবে প্রশাসন। এছাড়াও কোরবানির পশুর চামড়া নিয়ে যেন কোনও সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!