X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাঁটুসমান কাদাপানিতে দাঁড়িয়েই পশু কেনাবেচা

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
১৭ আগস্ট ২০১৮, ২০:৪১আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:৫১

হাঁটুসমান কাদাপানিতে দাঁড়িয়েই পশু কেনাবেচা (ছবি- প্রতিনিধি)

আর চার দিন পর কোরবানির ঈদ। হাতে সময় না থাকায় ক্রেতারা ছুটছেন পশু হাটে। কিন্তু যারাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ‘লাহিড়ী পশু হাটে’ যাচ্ছেন, পড়ছেন বিড়ম্বনায়। পানি নিষ্কাশনের পথ না থাকায় গতকাল (বৃহস্পতিবার) রাতের সামান্য বৃষ্টিতে এ হাট আজ শুক্রবার (১৭ আগস্ট) হাঁটুসমান কাদাপানিতে ডুবে রয়েছে। উপায়ন্তর না দেখে কাদাপানিতে দাঁড়িয়েই কোরবানির পশু কেনাবেচা করতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।

লাহিড়ী পশু হাট ঠাকুরগাঁওয়ের বৃহত্তম পশুর হাট। এর অবস্থান বালিয়াডাঙ্গী উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে। শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ভটভটি, নছিমন-করিমন ও পিকআপ ভ্যান করে পশু নিয়ে ঢুকছেন হাটের ভেতরে। এরপর যানবাহন থেকে নেমে পায়ের জুতো খুলে হাতে নিতে হচ্ছে তাদের। সবশেষে কাদাপানি মাড়িয়ে পশু নিয়ে ছুটতে হচ্ছে নির্ধারিত স্থানের দিকে। হাঁটাচলার সময় বিক্রেতাদের পা ৬ ইঞ্চি থেকে ১ ফুট পর্যন্ত কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। একই বিড়ম্বনা পোহাতে হচ্ছে ক্রেতাদেরও। আর এর মধ্যেই চলছে পশু বেচাকেনা।

পাশের জেলা পঞ্চগড় থেকে লাহিড়ী হাটে পশু কিনতে এসেছেন খাদেমুল ইসলাম। তিনি বলেন, ‘একদিকে হাটে পশুর দাম অনেক বেশি। অন্যদিকে পুরো হাট জুড়েই কাদাপানির ভোগান্তি।’ কোরবানির পশু কিনতে এসে বিপদে পড়ে গিয়েছেন বলে এ প্রতিবেদকের কাছে দুঃখ করেন তিনি।

একই কথা জানান ঠাকুরগাঁওয়ের সাবেক পুলিশ কর্মকর্তা সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘পুরো হাটজুড়ে কাদাপানি। গরু কিনবো। তাই উপায়ন্তর না পেয়ে প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে ও হাতে জুতো নিয়ে কাদাপানিতে নেমেছি।’

গরু বিক্রেতা আবুল কালাম বলেন, ‘কাদাপানিত দাঁড়ায় গরু বিক্রি করিবা আসেহেনে হামরা বিপদত পড়ে গেইছি। সরকার খালি হামারঠে টাকা নেছে। কিন্তু হামার কষ্টলা কাহো দেখে না।’

হাটে পশু বিক্রি করতে আসা বালিয়াডাঙ্গীর আহসান হাবীব বলেন, ‘হাটত ঢুকিবা হইলে আগতেই স্যান্ডেল-জুতা হাটের বাহিরত রাখে আসিবা লাগে। নাইলে হাটত ঢুকা যায় না; এইলা ঝামেলার কারণে খদ্দেরও হাটের ভেতরত আসিবা চাহে না।’

হাঁটুসমান কাদাপানিতে দাঁড়িয়েই পশু কেনাবেচা (ছবি- প্রতিনিধি)

লাহিড়ী পশুর হাটে কাদাপানির কারণে গরু বিক্রি করতে এনে সর্বনাশের মধ্যে পড়েছেন বলে জানান গরু ব্যবসায়ী রাকিবুল ইসলাম।

লাহিড়ী হাটের ইজারাদারের ম্যানেজার আব্দুল জলিল বলেন, ‘এ বছর ৩৯ লাখ ৬৮ হাজার টাকায় হাটটি ইজারা নিয়েছেন ইজারাদার আফজালুর রহিম। সামান্য বৃষ্টি হলেই হাটে পানি জমে; আর বৃষ্টি থেমে গেলে কাদায় হাটের চারপাশ একাকার হয়ে থাকে। এমন পরিবেশে অনেকেই এ হাটে গরু কিনতে আসতে চান না। এ কারণে হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা কম এ বছর।’

তিনি জানান, সরকারি নিয়মানুযায়ী, হাট ইজারার শতকরা ১৫ ভাগ টাকা সংশ্লিষ্ট হাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজে খরচ করার কথা। তবে যেসব হাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর উন্নয়নমূলক কাজ করছে, সেসব হাটে শতকরা ১৫ টাকার পরিবর্তে হাটবাজার রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে শতকরা ২৫ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া যাবে। আবার উপজেলার অন্য হাটগুলোর বিক্রয় ছাউনি, নলকূপ, গণশৌচাগার উন্নয়নের কাজে লাগাতে ইজারার শতকরা ১০ টাকা উপজেলা উন্নয়ন তহবিলে জমা করতে হবে। এ ছাড়া, ইজারার শতকরা পাঁচ টাকা হাটটি যে ইউনিয়নে অবস্থিত, সেই ইউনিয়ন পরিষদকে অতিরিক্ত হিসাবে দেওয়ার নিয়ম রয়েছে। সরকারি নিয়ম ঠিকঠাক মতো মানা হয়নি বলেই অভিযোগ তার।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান বলেন, ‘সামান্য বৃষ্টির কারণে পশুর হাটে কাদাপানিতে ক্রেতা-বিক্রেতারা নানা ভোগান্তি পোহাচ্ছেন। এ সমস্যাটি নিরসনে ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা