X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিজ বাড়িতে মওদুদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ২৩:২৫আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২৩:৩৯

মওদুদ আহমদ (ফাইল ছবি)

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে তার নোয়াখালীর বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।


শুক্রবার (১৭ আগস্ট) বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে মওদুদ আহমদকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) থেকে আমাদের প্রিয় নেতা মওদুদ আহমদ তার নিজ বাড়িতে অবরুদ্ধ। তিনি আমাকে জানিয়েছেন, পুলিশ বলেছে, তাকে বের হতে দেবে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘তিনি দেশের একটি প্রাচীন দলের সাধারণ সম্পাদক হয়েছেন। এটি আমাদের ও নোয়াখালীবাসীর জন্য গর্বের বিষয়। তার নির্বাচনি এলাকায় আমরা রাজনৈতিক সহাবস্থানের সংস্কৃতি সৃস্টি করেছি, সেখানে মওদুদ আহমদের মতো একজন সিনিয়র সিটিজেনকে অবরুদ্ধ করে রাখা হলো। এটা কোন গণতন্ত্রের নমুনা?’
মওদুদ আহমদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এসময় জানানো হয়, আজ (শুক্রবার) মওদুদ আহমদের বাড়ি থেকে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন– আবদুল ওহাব রাজা (৪৫), একরামুল হক খোকন (৫৫), খায়রুল আলম সেলিম (৪০), আবুল কাশেম (৫৫) ও ওমর ফারুক (৩০)।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রাখা ও নেতাকর্মীদেরকে গ্রেফতারের ঘটনায় নিন্দাও জানানো হয়।
এ ব্যাপারে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জেলা বিএনপির অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, ‘সেতুমন্ত্রীকে নিয়ে মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের কারণে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এসব কারণে নিরাপত্তার স্বার্থে মওদুদ আহমদের বাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!