X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে দুটি বাইপাস সড়ক নির্মাণের তিন মাসের মধ্যে রাস্তার বেহাল দশা

জামালপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ১১:৪১আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১১:৪১

ভেঙে যাওয়া মাছিমপুর-বেলটিয়া বাইপাস সড়কটি

জামালপুর পৌর শহরের মাছিমপুর-বেলটিয়া বাইপাস সড়কটি নির্মাণের তিন মাসের মধ্যে  ভেঙে যাওয়া দুর্ভোগে পরেছে এলাকাবাসী। ৩ কোটি ৬৭ লাখ টাকায় ব্যয়ে নির্মিত চার কিলোমিটার সড়কের কয়েকটি স্থান ভেঙে গেছে, কিছু কিছু জায়গা দেবে গেছে ও ফাটল দেখা গেছে। সড়কের এ বেহাল দশার কারণে এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই।এলাকাবাসী বলছে অত্যন্ত নির্মাণমানের সামগ্রী দিয়ে সড়কটি নির্মিত হয়েছে।কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বলছে কাজের গুনগত মান ভালো ছিল।

রাস্তা নির্মাণের কাজটি পেয়েছিলেন মেসার্স দূর্গা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে উপঠিকাদার হিসেবে কাজটি করছেন জামালপুর জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন খান ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলটিয়া মোড় থেকে সড়ক দিয়ে এগোতেই খুঁপিবাড়ী এলাকা। ওই এলাকার ব্যাংকার রুবেল মিয়ার বাড়ির সামনের সড়কটি নিচে দেবে ও ভেঙে গেছে। তার থেকে একটু সামনে আগালেই দ্বিন ইসলামের পুকুর পাড়ের প্রায় ৮০ মিটার সড়ক এখনও পিচ ঢালাই করা হয়নি। সেখান থেকে ১০০ মিটার দূরের একটি অংশ দেবে গেছে। জঙ্গলপাড়া মিয়া বাড়ির মোড়ে সাদেক আলীর বাড়ির সামনে সড়কটির কিছু অংশ ভেঙে গেছে। মিয়া বাড়ি এলাকার আক্তারুজ্জামানের বাড়ির সামনের অংশ দেবে গেছে এবং পানি জমে রয়েছে। নাছিরপুর জুনাব খান ও মাছিমপুর এলাকার বাচ্চু মিয়ার বাড়ির সামনের কালভার্ট ভেঙে সড়কটি দেবে গেছে। মাছিমপুর জামে মসজিদের সামনে সড়কটি ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

জামালপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, সোয়া চার কিলোমিটার মাছিমপুর-বেলটিয়া বাইপাস সড়ক নির্মাণের জন্য ৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়কটির ১৮ ফুট প্রশস্ত। ২০১৭ সালের ১৫ মে নির্মাণ কাজটি শুরু হয়। চলতি ২০১৮ সনের ২০ মে নির্মাণ কাজ শেষ হয়েছে। 

 ওই এলাকার সুলতান মিয়া, ফারুখ হোসেন, কাদের মিয়া, ছাইদুর রহমান  বলেন,‘একটি সড়ক নির্মাণের পর অল্প সময়ের মধ্যে ভেঙে যাওয়াই প্রমাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কতটা ফাঁকিবাজি রয়েছে। এছাড়াও পুকুরের পাশে দিয়ে ভালোভাবে পাইলিং করা হয়নি। ফলে পুকুরের পাশ দিয়ে যাওয়া সড়ক ভেঙে যাচ্ছে।

এ ব্যাপারে কথা বলার জন্য উপ-ঠিকাদার মো. জাকির হোসেনকে খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি,  মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, সড়কটি দিয়ে ৮ থেকে ১০ টন ওজনের যানবাহন চলাচলের কথা। কিন্তু ওই সড়ক দিয়ে ৩০ থেকে ৩৫ টন ওজনের যানবাহন চলাচল করেছে। তাই হয়ত রাস্তার এই অবস্থা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।’

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা