X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে ভিজিএফের ১০৪ বস্তা চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ০৯:৩১আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০৯:৩৭

জামালপুরে ভিজিএফের ১০৪ বস্তা চাল উদ্ধার জামালপুরের সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভিজিএফের ১০৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর বিক্ষোভের পর এবং গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে।

সরিষাবাড়ীতে খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম শনিবার (১৮ আগস্ট) মধ্য রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি মোড়ে অভিযান চালিয়ে এই ভিজিএফ চাল উদ্ধার করেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের জন্য আসা ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহাব্বত কবির শনীবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে পুলিশসহ উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি মোড়ে অভিযান চালান। এ সময় তারা স্থানীয় ব্যবসায়ী কাবিল উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি দোকানের পেছনে খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেন। প্রতিটি ৫০ কেজি ওজনের ২৬টি বস্তায় মোট চাল রয়েছে ১ হাজার ৩০০ কেজি। তবে চালগুলো কে কার কাছে বিক্রি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। চালগুলো সেখান থেকে উদ্ধার এবং জব্দ করে সরিষাবাড়ী থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহাব্বত কবির বলেন, ‘জব্দ করা ২৬ বস্তা ভিজিএফ চাল সরিষাবাড়ী থানার জিম্মায় রাখা হয়েছে। রবিবার (১৯ আগস্ট) সকালে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বকশীগঞ্জ উপজেলায় ভিজিএফের চাল না পেয়ে ভুক্তভোগীদের মানববন্ধনের পর অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা ৭৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার (১৮ আগস্ট) বিকালে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ‘৭৮ বস্তা চাল এখন থানায় আছে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোনও আসামি ধরা পড়েনি।’

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কামালপুর ইউনিয়নের দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়। এই চাল ইউনিয়নের ৪ হাজার ১৫৯ জন কার্ডধারীর মধ্যে জনপ্রতি ২০ কেজি করে বিতরণের কথা রয়েছে। ১৫ আগস্ট থেকে এই চাল বিতরণ শুরু হয়েছে। শনিবার (১৮ আগস্ট) দুপুরে ২০০ কার্ডধারী লোক ইউনিয়ন পরিষদে গিয়ে তাদের বরাদ্দের চাল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা চাল বিতরণের দাবিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন শেষে স্থানীয় মৃধাপাড়া মোড়ে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে বিক্ষুব্ধ ভিজিএফ কার্ডধারীরা তাদের বরাদ্দের চাল আত্মসাতের সঙ্গে জড়িত ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের শাস্তি এবং তাদের বরাদ্দের চাল বিতরণের দাবি জানান।

খবর পেয়ে বিকাল ৪টার দিকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক এবং বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন একদল পুলিশ নিয়ে ধানুয়া কামালপুর ইউপির বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামের গোলাম মওলার বাড়িতে অবৈধভাবে মজুদ রাখা ৪৮ বস্তা এবং বালগ্রাম এলাকার আলেমা বেগমের বাড়িতে মজুদ রাখা ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল গা ঢাকা দিয়েছেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক জানান, ‘মোট কত বস্তা চাল আত্মসাৎ করা হয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অভিযানের সময় ৭৮ বস্তা ভিজিএফ চাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে কার্ডধারী দুঃস্থদের মাঝে চাল বিতরণের ব্যবস্থাও নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!