X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাঁশখালীর এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পৌর মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ আগস্ট ২০১৮, ১৩:১৩আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৩:২০

সংবাদ সম্মেলনে পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী
চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন একই পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, ‘দুর্নীতির দায়ে জেলে যেতে হবে বলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সার্বক্ষণিক আতঙ্কে থাকেন। বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়ম, টিআর/কাবিখা লুটপাট, প্রাথমিক বিদ্যালয়ের দফতরি নিয়োগে বাণিজ্য, স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগে বাণিজ্য, সরকারি কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ ও মারধর, সাংবাদিকদের হুমকিধমকি দেওয়া তার স্বভাবে পরিণত হয়েছে।’ তবে এমপি মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার (১৮ আগস্ট) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে এসব অভিযোগ আনেন শেখ সেলিমুল হক চৌধুরী। তার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শেখ সেলিমুল হক চৌধুরী অভিযোগ আনেন স্থানীয় সংসদ সদস্য রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এক নারীকে দিয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও অভিযোগকারী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী দুইজনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন।

লিখিত বক্তব্যে সেলিমুল হক চৌধুরী বলেন, ‘একজন মহিলাকে বাদী করে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করান স্থানীয় সংসদ সদস্য। অথচ মামলায় ঘটনার যে তারিখ উল্লেখ করা হয়েছে (২৮/৫/২০১৮) সেদিন ছিল ১২ রমজান। আমি সেদিন ঢাকার নিউ ইস্কাটনে আমার বাসার পাশে নুর জামে মসজিদে খতম তারাবি পড়ি। যার প্রমাণ আমার হাতে আছে। আরও অবাক হওয়া বিষয় হচ্ছে আমি যখন পরিবার নিয়ে আমেরিকা যাই তখনি আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার বিষয়টি প্রকাশ করে। তাদের উদ্দেশ্য ছিল আমি আমেরিকা থাকাকালীন সময়ে যাতে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা যায়।’

তিনি আরও বলেন, ‘আমার বয়স এখন ৬৬ বছর। সন্তানরা বড় হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। পাকিস্তানি বাহিনীর হাত থেকে মা-বোনের ইজ্জত বাঁচিয়েছি। অথচ জীবনের শেষ সময়ে এসে আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট, সাজানো একটি ধর্ষণ মামলা করা হয়েছে। কতটুকু হীন মানসিকতার মানুষ হলে এ ধরনের কাজ করতে পারে তা আপনারাই ভেবে দেখবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এরপরেও মামলাটি যখন তদন্তাধীন আছে বিশ্বাস করি সত্য অবশ্যই প্রকাশ হবে।’

শেখ সেলিমুল হক চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে এসব করার পেছনে রাজনীতি যুক্ত আছে। সংসদ সদস্য ও তাদের অনুসারীদের মধ্যে কাঁপন ধরেছে। এত এত অনিয়ম-দুর্নীতি করেছে যা গণমাধ্যমে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। দুদক কয়েকটি ঘটনা তদন্তও করছে। তাই পান থেকে চুন খসতেই আতঙ্ক বিরাজ করে এমপির মনে। যে কারণে কেউ কান কথা শোনাতে পারলেই ক্ষিপ্ত হন তিনি। মনে করেন এই বুঝি চেয়ার চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকাকালীন সময়ে অসংখ্যবার একান্ত আলাপচারিতায় অন্যায় কাজগুলোর কারণে উনার ও সরকারের বদনাম হচ্ছে বলে অবগত করেছিলাম। কখনও আমার কথাগুলো আমলে নেননি। উল্টো উনার আজ্ঞাবহ ব্যক্তিদের সঙ্গে নিয়ে নিয়মিত অনিয়ম-দুর্নীতি করেই গেছেন। আগামী জাতীয় নির্বাচনে এমন অপকর্মের কারণে দলীয় প্রার্থীর জয়-পরাজয়ে ফ্যাক্টর হতে পারে।’

সংবাদ সম্মেলনে বাঁশখালী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, দিলীপ চক্রবর্তী, নজরুল কবির, মো. হারুণ, জমশেদ আলম, বাবলা কুমার দাশ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুজিনা আক্তার, রজিয়া সুলতানা, নার্গিস আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সম্পর্কে আমার জানা নেই। এটার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততাও নেই। আর আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তিনি তুলেছেন, সেব্যাপারে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে। তারা প্রতিবেদনও জমা দিয়েছে। তারা আমার বিরুদ্ধে কিছু পায়নি। প্রধানমন্ত্রীর দফতরেও এই প্রতিবেদন আমি পাঠয়েছি। আর আমার এলাকায় মুজিবর রহমান নামের এক ব্যবসায়ী আছেন। তিনি পূর্বদেশ পত্রিকার সম্পাদক। তার ইন্ধনেই পৌর মেয়র এই সংবাদ সম্মেলন করেছে।’

আরও পড়ুন- খাগড়াছড়িতে গুলিতে ৭ জন নিহত: যৌথ বাহিনীর অভিযান শুরু

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী