X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাজার তথ্য জানেন না পরোয়ানাভুক্ত আসামি!

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ২০:০৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০০:৩৮

খুলনা বিশ্ববিদ্যালয়

চেক ডিজঅনার মামলায় মুন্সীগঞ্জ আদালতে সাজাপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের অফিস সহকারী আফরিন জামান লিনা নিয়মিত অফিস করলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। পুলিশের দাবি, ‘অভিযান চালিয়েও লিনাকে পাওয়া যায়নি। তাই রায়ের দুই মাস অতিবাহিত হলেও তাকে গ্রেফতার করা যায়নি। এদিকে, সাজাপ্রাপ্ত হওয়ার পর বরখাস্ত হলেও খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হাজিরা দিচ্ছেন লিনা। তার দাবি, ‘মামলার ব্যাপারে কোনও তথ্যই জানেন না তিনি; এমনকি আদালতের রায়ের ব্যাপারেও কিছুই জানেন না।’

মহানগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘লিনার নামে আদালতে গ্রেফতারি পরোয়ানা আছে। লিনার বাড়ি ও অফিসে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু লিনাকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।’

এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী বলেন, ‘চেক ডিজঅনার মামলায় সাজা হওয়ার খবরটি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিনাকে সাময়িক বরখাস্ত করেছে। তবে লিনা নিয়মিত অফিসে আসেন। প্রশাসন লিনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার কামরুজ্জামান কুদ্দুসের মেয়ে লিনা খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। লিনা বিদেশে পাঠানোর কথা বলে মুন্সীগঞ্জের মাঠপাড়া এলাকার শিহাবুল হাসান নামে এক যুবকের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা নেন। পরে বিদেশ পাঠাতে ব্যর্থ হলে তিনি ওই যুবককে ৩ লাখ ২০ হাজার টাকার একটি চেক দেন। অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় ওই চেকটি ডিজঅনার হয়। এরপর শিহাবুল হাসান ২০১৬ সালের ১২ এপ্রিল মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের অফিস সহকারী আফরিন জামান লিনাকে আসামি করা হয়। মামলাটি মুন্সীগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা আদালতে স্থানান্তর করা হয়। ওই আদালতের বিচারক শরীফুল আলম ভুঁঞা গত ১৭ মে রায় ঘোষণা করেন। রায়ে লিনাকে ৪ মাসের জেল ও ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের ৩ মাস অতিবাহিত হলেও সাজাপ্রাপ্ত লিনা গ্রেফতার হয়নি।

মামলার বাদী শিহাবুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাজাপ্রাপ্ত হয়েও লিনা নিয়মিত কর্মস্থলে উপস্থিত হচ্ছেন। অদৃশ্য কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না।’

এই প্রসঙ্গে আফরিন জামান লিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে এই মামলার বিষয়ে কোনও প্রকার তথ্য আমি পাইনি। কোনও প্রকার নোটিশ বা আদালতের কোনও চিঠিও পাইনি। মামলার রায়ের কপিও হাতে পাইনি। মামলার বিষয়ে জানতে পারলে অবশ্যই আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করতাম। আর আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিযোগপ্রাপ্ত। পলাতক নই। সার্বিকভাবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরবো।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত প্রয়োজনের আমি এখন ঢাকায় অবস্থান করছি। খুলনায় ফিরে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবো। চেক ডিজঅনার মামলায় সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যে বিধি-বিধান অনুসরণ করার কথা তা করা হয়নি। এ মামলার কোনও কাগজপত্র আমি পাইনি। এ বিষয়টি গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ মামলার বাদী শিহাবের সঙ্গেও আমি কথা বলেছি। সরকারি চাকরি করে বিদেশে লোক পাঠানোর প্রচেষ্টার অভিযোগ ষড়যন্ত্রেরই আভাস দেয়। ’

/জেবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা