X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভিজিএফের চাল চুরির অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ২২:০৬আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২২:০৯

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলায় ঈদ উপলক্ষে দরিদ্রদের নামে বরাদ্দ ভিজিএফের ১০ বস্তা চাল চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৯ আগস্ট) বাঘা উপজেলা প্রকল্প বায়স্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী হেকতম আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামি করা হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরব আলী ও তার ভাই লালনকে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, চাল আত্মসাতের অভিযোগে আরব আলী ও তার ভাইয়ের বিরুদ্দে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তবে চাল উদ্ধারের পর থেকে তাদের দুই ভাইয়ের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।’

বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার দুইটি পৌর সভা এবং ৭টি ইউনিয়নের অধীন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়। এর মধ্যে তালিকা তৈরিসহ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠে গড়গড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে। তারই ধারাবাহিকতায় শনিবার (১৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরব আলীর ভাই লালনের বাড়ি থেকে ১০ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস।

বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গড়গড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাল বিতরণ কমিটির সদস্য আরব আলীর ভাই লালন উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় পঞ্চাশ কেজি করে চাল ছিল।’

এ ব্যাপারে বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘চাল বিতারণের জন্য প্রত্যেক ওয়ার্ডে স্থানীয় এমপির একজন করে প্রতিনিধি রয়েছে। আর সেই প্রতিনিধি হিসাবে আরব আলী মাস্টার ১০ বস্তা চাল (৫০০ কেজি) তার ভাই লালনের বাড়িতে রেখেছে এমন তথ্য তাদের কাছে আছে। এ কারণে তাকে এ মামলায় আসামি করা হয়েছে।’

আরও পড়ুন: বাড়ি বাড়ি নয়, দুস্থদের চাল গেলো থানায়

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ১৯ মেট্রিকটন চাল বিতরণ করেছি। কার্ড সংখ্যা ছিল ৯৯০টি। প্রতি কার্ডের বিপরীতে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। কমিটিতে ছিলেন ইউনিয়ন পরিষদের সব সদস্যসহ এমপির মনোনীত প্রতিনিধি ৯ জন। এর মধ্যে একজন ছিলেন আরব আলী মাস্টার।’ তবে তার ভাইয়ের বাড়িতে কেন চাউল রাখা হয়েছিল। সে বিষয়ে নজরুল ইসলাম কিছু বলেনি।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরেরহাট গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরব আলী বলেন, ‘আমার হাত দিয়ে ৩৮টি কার্ড তৈরি হয়েছে। সেই কার্ড মোতাবেক চাল বিতরণ করেছি।’

তাহলে আপনার ভাই লালনের ঘরে ১০ বস্তা চাল কি করে এলো এমন প্রশ্নের জবাবে আরব আলী বলেন, ‘আমি কিছু বলতে পারবো না।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে