X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘খালেদা-তারেকের নজরে আসতে অবরুদ্ধের নাটক করেছেন মওদুদ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ আগস্ট ২০১৮, ০১:০০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০১:১০

সংবাদ সম্মেলনে কথা বলছেন হাছান মাহমুদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে নোয়াখালীতে অবরুদ্ধ করে রাখা হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রাখা হয়নি। সেখানে গিয়ে তিনি অবরুদ্ধের নাটক সৃষ্টি করেছেন। যাতে খালেদা জিয়া ও তারেক রহমানের নজরে আসতে পারেন। এগুলো মনগড়া অভিযোগ। এটি সাজানো নাটক ছাড়া আর কিছু না।’

শনিবার (১৯ আগস্ট) বিকালে চট্টগ্রামে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা জানান।

গত ১৭ আগস্ট বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মওদুদ আহমদকে তার নোয়াখালীর বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে ওই সময় পুলিশ দাবি করে, নিরাপত্তার স্বার্থে মওদুদ আহমদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মওদুদ আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা হারিয়েছেন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘কিছু দিন আগে সংবাদ প্রকাশিত হয়েছে, খালেদা জিয়া তার আইনজীবীদের বলেছেন– মামলায় যেন মওদুদ আহমদকে রাখা না হয়। বিএনপি নেতাকর্মীরাও মওদুদ আহমদকে সন্দেহের চোখে দেখেন।’

তিনি আরও বলেন, ‘রিজভী আহমেদ বলেছেন, সরকারের কর্মকাণ্ডেই নাকি এক-এগারোর পথ প্রশস্ত হচ্ছে। একথা বলার মাধ্যমে রিজভী আহমেদ প্রকারন্তরে স্বীকার করে নিয়েছেন, তারা এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে যুক্ত আছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘ষড়যন্ত্র করে লাভ হবে না। বহু ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র কোথায় থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে –এসব খবর সরকারের কাছে আছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে মওদুদ আহমদসহ আরও অনেকেই ২৫-৩০ বছরের যুবক ও মহিলাদের স্কুল ড্রেস পরিয়ে পেছনে ব্যাগ ঝুলিয়ে কোমলমতি সাজিয়েছেন। তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

নিজ বাড়িতে মওদুদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া