X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গরু নেই বেনাপোলের খাটালে!

সেলিম রেজা, বেনাপোল
২০ আগস্ট ২০১৮, ১০:৩৬আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১০:৪৮

গরু নেই খাটালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশে কড়াকড়ি থাকায় সীমান্তের খাটালগুলো ফাঁকা। তবে স্থানীয় খামারিদের গরুতে জমজমাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ বাগআঁচড়া সাতমাইল পশুর হাট।

গরু ব্যবসায়ীরা বলছেন,বেনাপোল থেকে শার্শার রুদ্রপুর পর্যন্ত সীমান্তের ইছামতি নদীর অংশটুকু বাদে বেশিরভাগ স্থানজুড়ে কাঁটাতারের বেড়া। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে রয়েছে বিজিবি-বিএসএফের যৌথ নজরদারি। ফলে এই সীমান্ত দিয়ে গরু নিয়ে আসা এখন কঠিন ব্যাপার।

অবৈধপথে গরু আনার পর বেনাপোল পোর্ট থানার পুটখালী, দৌলতপুর ও শার্শা উপজেলার অগ্রভূলোট এবং গোগা এই চারটি খাটালে গরু রাখা হয়। ভারতীয় গরু না আসায় খাটালগুলো খাঁ খাঁ করছে।

নাভারন পশু শুল্ক করিডোর দিয়ে হাতে গোনা কিছু গরু আসছে। এ বিষয়ে নাভারন পশু শুল্ক করিডোরের শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, ‘গত বছর প্রতিদিন গড়ে ১৭০টির মতো গরু বাংলাদেশে আসলেও এবার সে সংখ্যা ১৫-২০ এ দাঁড়িয়েছে। তবে ঈদের সময় আরও কমে গেছে।’

তিনি বলেন, ‘চলতি বছরের প্রথম সাত মাসে (জুলাই পর্যন্ত) ভারত থেকে বাংলাদেশে আসা পশুর সংখ্যা সাত হাজার ৫৫০টি। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৩৭ লাখ ৭৫ হাজার টাকা। অথচ গত বছর একই সময়ে ভারত থেকে ৩৫ হাজার ৬৭৮টি পশু আসে। সরকার ওই সময় এক কোটি ৭৮ লাখ টাকা ৩৯ হাজার টাকার রাজস্ব আয় করে।’

 

পুটখালী খাটালের ইজারাদার নাসিম রেজা পিন্টু জানান, বিএসএফ এবার তাদের সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা সব হাট সরিয়ে নিতে বলেছে। ফলে উত্তর চব্বিশ পরগনার পাঁচপোতা, নদীয়ার হাকনাবাড়ি, মালদার পাপুয়াহাট, মুর্শিদাবাদের কৃষ্ণপুর, ধনিরামপুর আর ধুলিয়ান হাটে এবার গরু আসেনি। মূলত এসব হাট থেকেই প্রতিবছর কোরবানির আগে সীমান্তের এপারের খাটালগুলোতে গরু আসতো।

অগ্রভুলোট খাটালের ইজারাদার আব্দুর রশিদ বলেন, ‘ভারতীয় গরু না আসায় এবার খাটালগুলো খাঁ খাঁ করছে। আগে দেশের নানা জায়গা থেকে ব্যবসায়ীরা কোরবানির আগে খাটালে এসে গরুর দরদাম করত। এখন খাটালে গরুই নেই। ব্যবসায়ীরা তাই এদিকে খুব একটা আসেন না।’

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, ভারত থেকে গরু তেমন আসছে না। গরু আনতে কোনও বাংলাদেশি রাখালকে ভারতে যেতে দেওয়া হচ্ছে না। বেনাপোল ও শার্শা সীমান্ত দিয়ে বাংলাদেশি গরুর রাখালরা যাতে অবৈধভাবে ভারতে গরু আনতে না যায় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বিজিবির অধিনায়ক ও সেক্টর পর্যায়ে ২টি জনসচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন রাখাল বলেন, দুই দেশের শূন্য রেখায় যেখানে কাঁটাতারের বেড়া নেই সেই পথ দিয়ে কিছু গরু আসছে। তার সংখ্যা খুবই কম। ভারতীয় রাখালরাই সীমান্তের শূন্য রেখায় এসে গরুগুলো দিয়ে যায়।

ভারতীয় গরু না আসায় কোরবানিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়েছেন শার্শা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জয়দেব কুমার সিংহ। শার্শা উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছোট বড় মিলিয়ে এক হাজারের ও বেশি খামার রয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে গরু ও ছাগলের চাহিদা পূরণ করেও অতিরিক্ত থাকবে। যে কারণে এবছর কোরবানির ঈদে পশুর কোনও সংকট হবে না বলে আশা করা হচ্ছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি