X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘৭১’র পরাজিত শক্তি ও ৭৫’র খুনিদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১৯:১৪আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২০:০০

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের কোনও পথ নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিদের দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেবে। শেখ হাসিনাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন। তিনি সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজীপুরের সীমান্ত বাজার মহিলা কলেজে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

বিকালে তিনি সিরাজগঞ্জের শিয়ালকোলে সাড়ে নয়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও বাগবাটি ইউনিয়নের প্রায় সোয়া তিনশ’ দুস্থ পরিবারের মধ্যে সরকারের অনুদানে নির্মিত ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন মমতাময়ী মানুষ উল্লেখ করে নাসিম আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা আর বোনের ভালোবাসা দিয়ে দেশের গরিব, অসহায় ও দুস্থ পরিবারের আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আশ্রয়হীনদের আশ্রয়ণ প্রকল্পে জমি এবং বাড়ি নির্মাণ করে নিরাপদে ঘুমানোর ব্যবস্থা করেছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ কারিন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং রতনকান্দি ইউপি মেম্বার সাইদুল ইসলাম জুড়ান।

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কারণ, ভোটের মালিক জনগণ। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে।

সমাবেশে তিনি দেশের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়