X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ১১

নরসিংদী প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ০২:০৩আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০২:০৪

দুর্ঘটনার পর ঘটনাস্থল

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার জঙ্গুয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হন ৭ জন। সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- সিলেটের আজমেরীগঞ্জের আবুল হোসেন (৫৫), আবদুল মিয়া (২৪) ও মোবারক হোসেন (২৮); সুনামগঞ্জ জেলার সুজন (৩০) ও তার স্ত্রী (২৪), লেগুনার চালক রায়পুরার অলিপুরা গ্রামের অলিউর রহমান। 

পুলিশ আরও জানায়, ভৈরব থেকে মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। এসময় আরও সাতজন আহত হন। তাদের জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে ও দু্ইজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএনএম মিজানুর রহমান জানান, নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে আসার পথে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন আছেন তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে।

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, বেলাব থানার পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ এবং নরসিংদীর ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধারে কাজ করেছেন। এ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থধা নেওয়া হবে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা