X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার শীতলক্ষ্যায় ফেরি সার্ভিস চালু’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ২০:০০আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২০:০২

ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।’

সেলিম ওসমান জানান, এ ফেরি সার্ভিস চালু হওয়ায় নারায়ণঞ্জ শহরের সঙ্গে বন্দর, আড়াইহাজার, সোনারগাঁও উপজেলাসহ মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে। এদিকে, প্রত্যাশিত এ ফেরি সার্ভিস চালু হওয়ায় খুশি স্থানীয়রা।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভগের  নারায়ণগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আলী উল হোসেন, জেলা জতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালামসহ সিটি করপোরেশনের কাউন্সিলররা।

সংসদ সদস্য সেলিম ওসমান জানান, এই খেয়াঘাট দিয়ে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের অর্ধ লক্ষাধিক মানুষ প্রতদিন নৌকা ও ট্রলারে করে ঝুঁকি নিয়ে নদী পার হয়। এখানে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে এই ফেরি চলাচল ব্যবস্থা চালু করা হয়েছে।

সেলিম ওসমান বলেন, ‘শীতলক্ষ্যা নদী পারাপার হয়ে যাতায়ত করতে গিয়ে বন্দরবাসীকে অনেত দুর্ভোগ পোহাতে হয়েছে। বন্দরবসীর র্দীঘদিনের দবি ছিল- শীতলক্ষ্যা নদীতে ফেরি সার্ভিস চালু করার। বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরেজমিন পরিদর্শন করে মানুষের দুর্ভোগ দেখে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বন্দরবাসীর দাবির প্রেক্ষিতে শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর ঘাট থেকে বন্দরের ময়মনসিংহ পট্টি পর্যন্ত ফেরি সার্ভিসটি চালু  করা হলো। এতে করে বন্দরের মানুষের নদী পারাপারের দুঃখ-দুর্দশা লাঘব হবে।’ তিনি বলেন, ‘এরইমধ্যে মদনগঞ্জ-কয়লাঘাট সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। বন্দরের নবীগঞ্জ-হাজিগঞ্জে আরেকটি সেতু নির্মাণের চেষ্টা  চলছে। মন্ত্রী সেতুর প্রতিশ্রুত দিয়েছেন।’

উল্লেখ্য, গত রোজার ঈদের আগে হাজীগঞ্জ-নবীগঞ্জ এলাকায় যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ফেরি সর্ভিস চালু করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন