X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঈদ ঘিরে চট্টগ্রামে চার স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ আগস্ট ২০১৮, ০১:১২আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০১:২৫

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদের প্রধান জামায়াতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে চট্টগ্রাম নগরীতে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা  গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। চার স্তরে বিভিক্ত হয়ে তারা নগরবাসীর নিরাপত্তায় কাজ করবে। পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। পাশাপাশি ঈদে বাড়ি যাওয়া নগরবাসীর বাসাবাড়ির নিরাপত্তায় পুলিশের বিশেষ টহল টিম মাঠে কাজ করবে।’

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদের প্রধান জামায়াতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে পুলিশ কমিশনার জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ ঘুরে দেখেন।

মাহবুবুর রহমান বলেন, ‘প্রত্যেক মুসল্লিকে চেকিংয়ের মাধ্যমে ঈদ জামায়াতে প্রবেশ করানো হবে। এজন্য জামাতের প্রবেশ ও বাইরের পথে আর্চওয়ে গেইট, মেটাল ডিটেক্টর মজুদ থাকবে। এ ছাড়া, মুসল্লিদের নিরাপত্তায় জামাত স্থলে ২০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।’

সিএমপি কমিশনার বলেন, ‘কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে পাচার হতে না পারে, সেজন্য পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবে। চামড়া পাচার অথবা ছিনতাইয়ের কোনও অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঈদ জামাত পরিদর্শনে সিএমপি কমিশনারের সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মোহাম্মদ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার চট্টগ্রাম নগরীর প্রধান ঈদের জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও ১৬৫ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!