X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের

নেত্রকোনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০

নেত্রকোনা নেত্রকোনার বারহাট্টায় আজ শনিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ অনুর্ধ্ব-১৭। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দুপুর আড়াইটার দিকে বারহাট্টা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও বারহাট্টা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই খেলা শুরু হতে যাচ্ছে।

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রথম দিন বারহাট্টা সদর ইউনিয়ন বনাম বাউসী ইউনিয়নের প্রতিযোগীরা খেলায় অংশ নেবেন। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মির্জা শাকিলা দিল হাছিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুল বারী, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, ইউনিয়ন পর্যায় থেকে এই টুর্নামেন্ট শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ শেষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারাদেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়ারদের খুঁজে বের করা এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী বছর থেকে মেয়েরা টুর্নামেন্টে অংশ নেবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না