X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য সুনামগঞ্জে জেব্রাক্রসিংয়ের কাজ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

 সুনামগঞ্জ ট্যাকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে জেব্রক্রসিংয়ের উদ্বোধন করছেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান সুনামগঞ্জ পৌর এলাকার শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রাক্রসিংয়ের কাজ শুরু করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে জেব্রাক্রসিং দেওয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুনবী সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, ট্রাফিক ইন্সপেক্টর শামছুল ইসলাম প্রমুখ।

পরে সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম শিকদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, ‘শিক্ষার্থীরা যাতে নিরাপদে সড়ক পার হতে পারে তার জন্য পর্যায়ক্রমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রাক্রসিং দেওয়া হবে। প্রথম পর্যায়ে পৌর এলাকায় ৬টি জেব্রাক্রসিং করা হবে। পরে সুনামগঞ্জ-সিলেট সড়কের গৌবিন্দগঞ্জ পয়েন্ট পর্যন্ত প্রয়োজনীয় সব স্থানে জেব্রাক্রসিং দেওয়া হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে সবাইকে আইন মেনে পথ চলতে হবে। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এ সপ্তাহের মধ্যে সুনামগঞ্জ-সিলেট সড়ক প্রশস্ত করার কাজ শুরু হবে। এটি বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।’ তিনি শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা