X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাল্লা কলেজে আবাসন সংকট, দুর্ভোগে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১

শাল্লা কলেজে আবাসন সংকট, দুর্ভোগে শিক্ষার্থীরা সুনামগঞ্জের হাওর বেষ্টিত সরকারি শাল্লা কলেজে আবাসন সংকট থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। সদর থেকে ৫৫ মাইল দূরে অবস্থিত এই কলেজটিতে লেখাপড়া করতে যায় উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা। আবাসন না থাকায় নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছেন না শিক্ষার্থীরা। এতে তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।

জানা গেছে, ১৯৮৬ সালে শাল্লা উপজেলা সদরে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় শাল্লা কলেজ। ১৯৮৬ সালের ১ অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক মো. আবুল কাসেম কলেজটি উদ্বোধন করেন। প্রায় তিন একর জায়গাজুড়ে শাল্লা কলেজ ক্যাম্পাস। কলেজে রয়েছে তিনটি একাডেমিক ভবন।
শুরুতে মাত্র ২৮ জন শিক্ষার্থী নিয়ে কলেজটি যাত্রা শুরু করলেও বর্তমানে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য ও ডিগ্রিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। কলেজে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যাসহ মঞ্জুরিকৃত ২৫টি পদের মধ্যে শিক্ষক রয়েছেন ১৭ জন, বাকি ৮টি পদ এখনও শূন্য রয়েছে।

শাল্লা কলেজে আবাসন সংকট, দুর্ভোগে শিক্ষার্থীরা
কলেজ শিক্ষার্থী সুধনখল্লি গ্রামের প্রিয়াংকা রানী সরকার জানান, কলেজ থেকে তাদের বাড়ি ১০ কিলোমিটার দূরে। সে কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। কলেজে কোনও হোস্টেল না থাকায় সে উপজেলা সদরের একটি বাড়িতে লজিং থেকে লেখাপড়া করে। লজিং বাড়িতে পরিবেশ না থাকায় তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে ।

কলেজের আরেক শিক্ষার্থী রিনি রানী দাস জানান, কলেজে হোস্টেল না থাকায় তাদের সহপাঠীদের অনেকেই লেখাপড়া বাদ দিয়ে ঘরে বসে আছে। কারণ, লজিং থাকার কোনও সামর্থ্য নেই তাদের।

কলেজ শিক্ষার্থী শ্যামারচর গ্রামের চম্পা রানী রায় সাগরিকা বলেন, ‘শুষ্ক মৌসুমে হেঁটে কলেজে আসতে হয়। অন্যদিকে বর্ষকালে নৌকা বা ট্রলার আসতে হয়। অনেক সময় নৌকা না পেলে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যথাসময়ে ক্লাসে আসা যায় না। যদি হোস্টেল থাকত তাহলে এ সমস্যায় পড়তে হতো না।
কলেজ শিক্ষার্থী সাশখাই গ্রামের বিষ্ণু প্রসাদ জানান, শাল্লা উপজেলার সবচেয়ে দুর্গম এলাকায় বাড়ি তার। তার বাবা একজন কৃষক। বাড়ি থেকে ট্রলারে কলেজে আসতে এক ঘণ্টা সময় লাগে তার। প্রতিদিন ট্রলার ভাড়া করে কলেজে আসার সামর্থ্য তার নেই। তাই সপ্তাহে দুই থেকে তিন দিন ক্লাস করতে আসে। হোস্টেল না থাকায় বছরের পর বছর এভাবেই ক্লাস করতে হচ্ছে তার।

শাল্লা কলেজে আবাসন সংকট, দুর্ভোগে শিক্ষার্থীরা শাল্লা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বিজন কান্তি রায় বলেন, ‘হাওরে দুই ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রচলিত রয়েছে। বর্ষাকালে নৌকা ও শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস করতে আসে। পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুল কলেজে আসার কারণে তাদের মধ্যে ক্লান্তিবোধ কাজ করে। অপরদিকে বেহাল যোগাযোগ অবস্থার কারণে যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে না পারায় নিয়মিত ক্লাসে হাজির হতে পারে না শিক্ষার্থীরা। হোস্টেল না থাকায় দুর্গম জনপদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত কলেজে একটি হোস্টেল নির্মাণের দাবি জানাই সরকারের কাছে।’
শাল্লা কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেন, ‘আমাদের কলেজসহ হাওর এলাকায় প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হোস্টেলের ব্যবস্থা করা না গেলে শিক্ষার হার ও মান কোনোটাই বাড়বে না। হাওরে দরিদ্র মানুষের বসবাস। তাদের সামর্থ্য নেই টাকা খরচ করে লজিং মাস্টার বাড়িতে রেখে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করবে। তাই ছেলেমেয়েদের লেখাপড়ার উন্নয়নে দ্রুত কলেজ ক্যাম্পাসে আলাদা দুটি হোস্টেল স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি।’

/এমএফ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!