X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কমলগঞ্জের আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৯

 

কারাগার ব্যবসায়ী সিরাজ মিয়া হত্যা মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আবদাল হোসেনের জামিন নামঞ্জুর করে কারগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের শেখের আদালতে জামিন আবেদন করলে আদালত এই আদেশ দেন। মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুল হাই চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ৬ অক্টোবর উপজেলার আদমপুরের ব্যবসায়ী সিরাজ মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন চলার পর এ মামলা থেকে আবদাল হোসেনকে অব্যাহতি দেওয়ার পর বাদীপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদলতে আপিল করেন। এ আপিলের শুনানি শেষে উচ্চ আদালত মৌলভীবাজারের নিম্ন আদালতে হাজিরা দিতে আসামি আবদাল হোসেনকে নির্দেশ দেন। নিম্ন আদালতে হাজির হয়ে আবদাল হোসেন জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বাদীপক্ষ নিহত ব্যবসায়ী সিরাজ মিয়ার ভাই জালাল উদ্দিন বলেন, ‘উচ্চ আদালতে আপিল করায় আদালতের নির্দেশনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার পর আদালত আবদাল হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এ আপিল মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর নির্ধারণ হয়েছে বলেও জালাল উদ্দিন জানান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!