X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়া সরকারি কলেজে জনবল সংকট, বিপাকে শিক্ষার্থীরা

পিরোজপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৮

মঠবাড়িয়া সরকারি কলেজে জনবল সংকট, বিপাকে শিক্ষার্থীরা শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজ। ১৯৬৯ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের চেষ্টায় প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮৪ সালে সরকারিকরণ হয়। অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজে  শিক্ষকের পদ ৩৬টি। বর্তমানে প্রায় সব বিষয়ের শিক্ষক পদ খালি থাকলেও বিজ্ঞান বিষয়ের শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এছাড়া রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি সংকটেও ভুগছে কলেজটি।
কলেজের প্রশাসনিক শাখা থেকে জানা যায় বিজ্ঞানের গনিত ও পদার্থ বিজ্ঞানে ২ জন শিক্ষকের পদ থাকলেও তা শূন্য রয়েছে। রসায়নে শিক্ষকের পদ দুটি। এ দুটি পদেই শিক্ষক আছে। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানে ১জন করে শিক্ষকের পদ থাকলেও তা শূন্য। কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫৯৬জন। এর মধ্যে বিজ্ঞানে ১৫০জন। শিক্ষক সংকটের কারণে বিপাকে পড়েছে এসব শিক্ষার্থীরা।

এছাড়া বাংলা বিষয়ে ৩ জন শিক্ষকের পদ থাকলেও আছেন ২ জন।  ইংরেজী, অর্থনীতি ও রাষ্ট্র বিজ্ঞান, ইতিহাস  ও দর্শনে ৩ জন শিক্ষকের পদ থাকলেও আছেন ১জন করে। ইসলামের ইতিহাসে ২ জন শিক্ষকের পদ থাকলেও তা এখন শূন্য। তবে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ৩ জন শিক্ষকের পদ পূর্ন রয়েছে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, খন্ডকালীন শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান চালু রাখা হয়েছে। কলেজের অভ্যন্তরীন খাত থেকে এসব খন্ডকালীন শিক্ষককে সন্মানী দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কলেজের তৃতীয় শ্রেনীর ৬টি পদের ৫টি পদই বর্তমানে শূন্য। শুধু আছে স্টোর কিপার। চতুর্থ শ্রেনীর ১১টি পদের মধ্যে কর্মরত আছে ৪ জন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, হিসাব রক্ষক ও চতুর্থ শ্রেনীর কর্মচারী সংকটের কারনে হিসাব সংরক্ষণ ও ডাকযোগে চিঠি পাঠানোর কাজটি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে করতে হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজের সীমান প্রাচীরের অর্ধেক আছে। বাকি অর্ধেক না থাকায় মাত্র একজন নৈশ প্রহরীর পক্ষে তা পাহারা দেওয়া কঠিন। প্রায় পৌনে আট একর জমি উপর প্রতিষ্ঠিত কলেজটির মাঠের বেশ কিছু জমি বর্ষা মৌসুমে তলিয়ে যায়। একারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী