X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

টঙ্গিবাড়ী থানা ওসির বদলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২২

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসানকে বদলি করা হয়েছে। টঙ্গিবাড়ী থানা থেকে তাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হলো। জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি ইয়ারদৌস হাসানের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির একমাত্র সদস্য টঙ্গিবাড়ী ও সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান। তদন্ত শেষ হওয়ার আগেই তাকে বদলি করা হলো।

জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় একটি পত্রিকা ওসি মো. ইয়ারদৌস হাসানের বিরুদ্ধে খবর প্রকাশ করে। ওই খবরের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে। তবে তার বদলির সঙ্গে এর কোনও সংশ্লিষ্টতা নেই। এটি পুলিশের রুটিন ওয়ার্কের আওতায় পড়ে। তাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। ইতোমধ্যে বরিশাল জেলার কোতোয়ালি থানার ওসি আওলাদ হোসেন টঙ্গিবাড়ী থানার দায়িত্ব গ্রহণ করছেন।’

ওসি ইয়ারদৌস হাসানের বদলি তদন্তে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এএসপি মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত করার জন্য কোনও নির্ধারিত দিন বেঁধে দেওয়া হয়নি। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে, এটি দীর্ঘ প্রক্রিয়া। তার বদলি হওয়ার বিষয়ে এর কোনও সংশ্লিষ্টতা নেই। বদলি হলেও তদন্ত চলবে তার নিজস্ব গতিতে।’

ওসি ইয়ারদৌস হাসান মাদকের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ নাকচ করে বলেন, ‘এটি স্বাভাবিক একটি বদলির আদেশ। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্ত যদিও শেষ হয়নি, কিন্তু বদলির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

 

 

/এমএএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার