X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চলতি শিক্ষাবর্ষ থেকেই নেত্রকোনা মেডিক্যালের কার্যক্রম শুরুর উদ্যোগ

হানিফ উল্লাহ আকাশ,নেত্রকোনা
১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৯
image

সদ্য অনুমোদিত নেত্রকোনা মেডিক্যাল কলেজে চলতি শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুরু হবে। আর এ কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ীভাবে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবন, চিকিৎসক ও নার্সদের জন্য নির্মিত স্টাফ কোয়াটার ও নার্সেস ইনষ্ট্রিটিউটে ক্লাস ও ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। নেত্রকোনার সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলাম খান বুধবার দুপুরে তার কার্যালয়ে বাংলাট্রিবিউনের সাথে একান্ত স্বাক্ষাতকারে এ তথ্য নিশ্চিত করেন। চলতি শিক্ষাবর্ষ থেকেই নেত্রকোনা মেডিক্যালের কার্যক্রম শুরুর উদ্যোগ

সম্প্রতি এইচএসসি ফলাফল ঘোষণার সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নেত্রকোনার এক শিক্ষার্থীর কাছে জানতে চান, ‘এইচএসসি পাশ করার পর তুমি কোন বিষয়ে পড়াশোনা করবে?’ শিক্ষার্থীর মেডিকেলে পড়তে চাওয়ার ইচ্ছে ব্যক্ত করলে প্রধানমন্ত্রী নেত্রকোনায় মেডিকেল কলেজ আছে কি না জানতে চান। পরে হাওড়ের মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষার্থীদের পড়াশোনা সুবিধা নিশ্চিতের জন্য একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন তিনি। মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্তটি মন্ত্রীসভায় অনুমোদন পেলে এ বছরই ভর্তিও শুরুর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক চলতি সেশনে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে নেত্রকোনা মেডিকেল কলেজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তত ৫০ জন শিক্ষার্থী এই কলেজের ভর্তির সুযোগ পাবেন। তাদের জন্য প্রয়োজনীয় সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য শ্রেণি কক্ষ, ল্যাব, আবাসন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ভবন চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির জন্য অধ্যক্ষো নিয়োগ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন বলেছেন, ‘হাসপাতালে কয়েকটি ভবন রয়েছে ৬০ ভাগের মতো সম্পন্নের পর যেগুলোর নির্মাণ কাজ আর এগোয়নি; ঠিকাদার কাজ বন্ধ করে চলে গেছে। সেগুলোকে মেরামত করে কীভাবে শিক্ষা কার্যক্রমের উপযোগী করা যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। অচিরেই জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগকে নিয়ে কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে যোগাযোগ করা হয়েছে এবং নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষও নিয়োগ করা হয়ে গেছে। তিনি হয়তো আগামী রোববার নাগাদ নেত্রকোনায় আসতে পারেন।’ অধ্যক্ষ চলে এলে পরিকল্পনার বাস্তবায়ন আরও ভালোভাবে হবে বলে মনে করেন সিভিল সার্জন।

নেত্রকোনা মেডিকেল কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ একেএম সাদেকুল আজম বলেছেন, ‘নেত্রকোনাবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় অনুমোদনপ্রাপ্ত কলেজটির কার্যক্রম শুরু করতে যা যা করতে হয় তার সবই করব। এবারই ভর্তি পরীক্ষা নিয়ে কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। তাদের ক্লাসও শুরু হবে দেশের অন্যান্য মেডিকেল কলেজের সাথেই।’ তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যেই নেত্রকোনার সিভিল সার্জনের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট অবকাঠামো থাকার কথা জানিয়েছেন তিনি। তাই মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করার বিষয়ে তিনি আশাবাদী।

নেত্রকোনা জেলা প্রশাসক মো. মঈনউল ইসলাম বলেছেন, ‘চলতি সেশনেই নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে। সেজন্য অস্থায়ীভাবে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনসহ বেশ কয়েকটি স্টাফ কোয়ার্টার ব্যবহার করা হবে। এ সকল স্থাপনার কিছু কাজ আমরা গণপূর্ত বিভাগের সঙ্গে পরিকল্পনা শুরু করব। এটি নেত্রকোনাবাসীর জন্য প্রধানমন্ত্রীর একটি বিশেষ উপহার। তাই তা বাস্তাবায়ন করতে আমরা সর্বাত্মক চেষ্ঠা করছি।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’