X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হজে গিয়েও নাশকতা মামলার আসামি বগুড়ার বিএনপির দুই নেতা!

বগুড়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১০

বগুড়া হজ পালনের জন্য সৌদি আরবে থাকার সময় নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্র মামলায় আসামি করা হয়েছে বগুড়ার শাজাহানপুরের মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান ও মাঝিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার। শাজাহানপুর থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দেশে ফিরে হজের ভিসা দেখিয়ে খায়রুল বাশার বলেন, ‘তিনি নাশকতার মামলার ব্যাপারে কিছুই জানেন না।’ এদিকে দুই-এক দিনের মধ্যে মামলার অপর অভিযুক্ত মোখলেসুর রহমানেরও দেশে ফেরার কথা।
এ বিষয়ে মোখলেসুর রহমানের ভাই বেলাল মন্ডল বলেন, ‘হজে গিয়েও তার ভাইকে মিথ্যা মামলায় আসামি হতে হয়েছে।’ জানা গেছে, খায়রুল বাশার ২ আগস্ট ও মোখলেসুর রহমান ২১ জুলাই হজে যান।
তবে এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেছেন, ‘নাম বিভ্রাট হতেও পারে। পরবর্তীতে মামলা থেকে তাদের নাম বাদ যাবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, পুলিশ গত ২ সেপ্টেম্বর বিকেলে শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে দুইটি তাজা ককটেল, তিনটি হাঁসুয়া, ১০টি লাঠি ও একবস্তা ইটের টুকরা উদ্ধার করে। এ ব্যাপারে শাজাহানপুর থানার এসআই রামজীবন ভৌমিক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশারসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে আসামির তালিকায় ২৫ নম্বরে আছেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার। তবে ওই সময় তিনি হজ পালনে সৌদি আরবে ছিলেন।
এদিকে ৯ সেপ্টেম্বর খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা, তিনটি কাঁচের বোতল ও একবস্তা ইটের টুকরা উদ্ধার করে। এ ঘটনায় এসআই বাবর আলী বগুড়া-৭ আসনে বিএনপির সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ ৬২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলার ৬ নম্বর আসামি হলেন মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান। ঘটনার সময় তিনি হজ পালনে সৌদি আরবে ছিলেন বলে দাবি করা হয়েছে।
এদিকে বগুড়া জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘গত ৯ সেপ্টেম্বরের মামলায় তাকে ২৫ নম্বর আসামি করা হয়েছে। কিন্তু সে সময় তিনি বাড়িতে ছিলেন।’
অন্যদিকে ধুনটে আবদুল খালেক সরকার (৮৬) নামে প্যারালাইসিস রোগীকে নাশকতার মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ৭ সেপ্টেম্বর ধুনট থানার ১৮ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। তালিকায় খালেকের নাম ১৮ নম্বরে আছে। খালেক সরকার দাবি করেছেন, তিনি ৪ আগস্ট পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। ৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ধুনট উপজেলার নান্দিয়ারপাড়ায় মাদরাসার পেছনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপনে নাশকতার বৈঠক করছিলেন বলে পুলিশ দাবি করে। এজাহারে খালেক সরকারের বয়স ৩৮ দেখানো হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ধুনট থানার এসআই শাহীনুর রহমান জানান, ‘আবদুল খালেক সরকারের আসামি হওবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী