X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৬ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা আন্দোলনে

খুলনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০

পাটকল (ফাইল ছবি) ৬ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এ আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা। তবে আপাতত শ্রমিকরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত টানা আন্দোলন করার ঘোষণা দিয়ে রাজপথে নেমেছেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, জাতীয়করণ বিল-২০১৮ বাতিল, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, বেতন বদলী শ্রমিক স্থায়ীকরণ, অবসরকৃত/চাকরিচ্যুত শ্রমিক কর্মচারীদের পাওনা পিএফ-গ্র্যাচুইটি পরিশোধসহ ১১ দফা দাবি এখন ৬ দফা দাবিতে নামিয়ে আনা হয়েছে। শ্রমিকদের মূল দাবি, মজুরি কমিশন ঘোষণা ও তার বাস্তবায়ন। এ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ পরিষদ নামে শ্রমিক সংগঠন।

বৃহস্পতিবার সকালে খুলনার খালিশপুর, ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন, আলিম ও নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই (যশোর জুট ইন্ডাস্ট্রি) এর শ্রমিকরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় শ্রমিক নেতা মো. সোহরাব হোসেন জানান, ‘শ্রমিকদের ডাকা কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) পিপলস গোল চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ সেপ্টেম্বর পাট অধ্যুষিত জেলাগুলোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, ১৮ সেপ্টেম্বর লাল পতাকা মিছিল, ২০ সেপ্টেম্বর রাজপথে লাঠি মিছিল, ২১ সেপ্টেম্বর একসঙ্গে নরসিংদী ও খালিশপুরে শ্রমিক সমাবেশ, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জুট মিলের সামনে গেট সভা ও শ্রমিক বিক্ষোভ, ২৩ সেপ্টেম্বর হাফিজ জুট মিলে সারাদেশের পাটকল শ্রমিক নেতাদের বৈঠক, ২৪ সেপ্টেম্বর আমিন জুট মিলে একই কর্মসূচি, ২৭ সেপ্টেম্বর রাজপথে কফিন মিছিল, ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথ, রেলপথ অবরোধ, ২ অক্টোবর আবারও রাজপথ-রেলপথ অবরোধ, ৫ অক্টোবর পিপলস গোল চত্বরে শ্রমিক জনসভা এবং পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।’

সিনিয়র পাট শ্রমিক আব্দুল মালেক জানান, ‘গত ৩০ বছর আমি ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক হিসাবে কাজ করেছি। নিয়মিত মজুরি কবে পেয়েছি তা ভুলে গেছি। মিলে উৎপাদনের জন্য পাট নেই, মজুরি নেই। পাটকল নিয়ে আর কতবার রাজপথে নামতে হবে?’ অবিলন্বে পাট কেনার মাধ্যমে মিলের উৎপাদনের চাকা আবারও সচল করার দাবি জানিয়েছেন তিনি।

প্লাটিনাম জুট মিলের শ্রমিক খলিলুর রহমান বলেন, ‘সরকার মজুরি কমিশন ঘোষণা দিয়ে কেন বস্তবায়ন করছে না? অবিলম্বে আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন করার জোর দাবি জানাই।’

আরও পড়ুন- বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে