X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৬ মাস পর নরসিংদীর দুই সার কারখানায় গ্যাস সংযোগ

নরসিংদী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫২

নরসিংদীর দুই সার কারখানা

দীর্ঘ ১৬ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়েছে বিসিআইসি নিয়ন্ত্রণাধীন নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ সার কারখানা। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কারখানা দু’টিতে গ্যাস সংযোগ চালু করে তিতাস কর্তৃপক্ষ। এর ফলে আগামী এক সপ্তাহের মধ্যে সার উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করছে কারখানা কর্তৃপক্ষ। ঘোড়াশাল সার কারখানার সিবিএ-এর সভাপতি আমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ১৭ এপ্রিল গ্রীষ্মকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কারখানা দু’টিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। ফলে কারখানা দু’টির উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানা কর্তৃপক্ষ ও সিবিএ নেতারা জানান, শুক্রবার বিকালে গ্যাস সংযোগ দেওয়ার পর থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে বয়লার চালু করা হবে। বয়লার চালু হলে আগামী সপ্তাহের মধ্যে  ইউরিয়া উৎপাদন শুরু হতে পারে।

ঘোড়াশাল সার কারখানার সিবিএ-এর সভাপতি আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানা দু’টি কেপিআই মান-১ বিশিষ্ট উচ্চ প্রযুক্তিসম্পন্ন কারখানা। প্রতি বছরই গ্যাস সংকটের কারণ দেখিয়ে ১৪শ’ ২২ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল সারকারখানাও ৩শ’ ৫ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন পলাশ সারকারখানা দু’টিতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বছরের অধিকাংশ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানা দু’টিকে ব্যাপক লোকসান ও ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’

পলাশ সার কারখানার ব্যবস্থাপনা (পরিচালক) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সার কারখানায় কর্মরত শ্রমিকদের দাবিতে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের অনুরোধে ও সরকারি সিদ্ধান্তে শুক্রবার বিকালে পেট্রোবাংলা থেকে গ্যাস সংযোগ দেওয়া হয়। এরপর থেকেই কারখানার বিভিন্ন অংশ এক এক করে পরীক্ষা করা হচ্ছে। কারখানায় ইউরিয়া উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু হতে ৫-৭ দিন সময় লাগতে পারে।’

তিতাসের ঘোড়াশাল সঞ্চালন ও বিতরণ কার্যালয় সূত্র জানায়, ঘোড়াশাল সার কারখানায় দৈনিক ৪২ মিলিয়ন ঘনফুট ও পলাশ সার কারখানায় ১৩ মিলিয়ন গ্যাসের প্রয়োজন পড়ে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা