X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে তিন যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল উপশহর এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন- সোহাগ ভূঁইয়া (৩২), নূর হোসেন বাবু (২০) ও শিমুল আজাদ (৩০)।
ওসি মনিরুজমান বলেন, ‘শুক্রবার সকাল ৮টায় স্থানীয় লোকজন রূপগঞ্জের পূর্বাঞ্চল উপশহরের ১১ নং ব্রিজের নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তিনটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের মাথায় বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।’ পরে বিকালে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’
ওসি আরও বলেন, ‘নিহতদের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে, নিহত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে রাজধানী মেট্টোপলিটনের বিভিন্ন থানায় মাদক, হত্যাসহ ৬টি মামলা, নিহত নূর হোসেন বাবুর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং নিহত শিমুল আজাদের বিরুদ্ধেও ২-৩টি মামলা রয়েছে।’
ওসি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য কয়েক দফায় যোগাযোগ করা হলে তারা মামলার করার ব্যাপারে আগ্রহ না দেখানোর কারণে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘তিনজনের নিহত হওয়ার ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে নিয়েছে। নিহত তিনজনের বিষয়ে অধিকতর খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তাদের বিরুদ্ধে কিছু মামলা রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। ’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা