X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রবিবার সুনামগঞ্জ যাচ্ছেন এরশাদ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮

সুনামগঞ্জে আসছেন এরশাদ জাতীয় পার্টির (জাপা) জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল রবিবার (১৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জে আসছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। বেলা ১১টায় হেলিকপ্টারে করে তিনি সুনামগঞ্জ পৌঁছাবেন। দুপুর ১২টার দিকে সুরমা নদীর তীরবর্তী সরকারি জুবিলী স্কুলের ফুটবল মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এরশাদের আগমনকে কেন্দ্র করে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে। এই সম্মেলনকে এলাকার ভোটাররা সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থীর সমর্থনে নির্বাচনি শোডাউন হিসেবে দেখছেন। সুনামগঞ্জে আসছেন এরশাদ

সুনামগঞ্জ-৪ আসনে এবারও মহাজোটের প্রার্থী হচ্ছেন জেলা জাপার আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। জাতীয় পার্টির অন্যতম দুর্গ হিসেবে পরিচিত সুনামগঞ্জ-৪ আসনে ১৯৭৩ সাল থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটিতে চার বার লাঙল এবং তিন বার নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হন। বর্তমানে আসনটি জাতীয় পার্টির দখলে।

দেখার হাওর, খরচার হাওর, আঙ্গারুলি হাওরসহ সুরমা ও চলতি নদীবেষ্টিত (সদর-বিশ্বম্ভরপুর) সুনামগঞ্জ-৪ আসন। আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৬২৬ জন। ৫৩০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট আসনটিতে ব্যাপক সংখ্যক গারো-হাজং আদিবাসী রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষি ও মৎস্যজীবী। 

এরশাদের আগমন প্রসঙ্গে পীর ফজলুল রহমান মিসবাহ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে সুনামগঞ্জের মানুষ ভালোবাসে। সুনামগঞ্জ-৪ আসনের উন্নয়নের সূচনা হয়েছে জাতীয় পার্টির হাত ধরে। তাই আগামীকালের সম্মেলনে গণমানুষের জোয়ার বইবে।’ জাপা`র প্রার্থীর পক্ষে পোস্টারিং

জেলা জাপার সদস্য ও সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু বলেন, ‘পীর মিসবাহ একজন ভালো ইমেজের রাজনীতিবিদ। সুশিক্ষিত গ্রহণযোগ্য ও সন্ত্রাস, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে তিনি সোচ্চার। তার নেতৃত্বে জেলায় জাতীয় পার্টি নতুন করে জেগে উঠেছে। বিগত বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও পীর মিসবাহকে ভোটাররা বিজয়ী করবেন।’

বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান মাস্টার বলেন, ‘সুনামগঞ্জ-৪ আসনে ব্যাপক উন্নয়ন করেছে জাতীয় পার্টি। তাই জনগণ আগামীতেও জাপা প্রার্থীকে বিজয়ী করবেন।’

এরশাদের আগমনকে কেন্দ্র করে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সুনামগঞ্জ পৌর এলাকা পর্যন্ত অর্ধশতাধিক তোরণ নির্মাণ ও পীর মিসবাহর সমর্থনে পোস্টারিং করেছেন জাপা সমর্থকরা।

 

 

/এমএএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের