X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে আগুনে পুড়ে নিহত রবিনের দাফন নরসিংদীতে

নরসিংদী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯

সৌদি আরবে আগুনে পুড়ে নিহত রবিনের দাফন নরসিংদীতে

সৌদি আরবের রাজধানী রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে নিহত রবিনের লাশ নরসিংদী জেলার মাধবদীতে দাফন করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জানাজার নামাজ শেষে মাধবদীতে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাত ২টায় সৌদি আরব থেকে বাংলাদেশ শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ পৌঁছায়। এর আগে ১৩ এপ্রিল রিয়াদের একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রবিনসহ আরও ৭ বাংলাদেশি প্রাণ হারায়।

জানা যায়, রবিন মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠালিয়ার আলগী কান্দাপাড়া গ্রামের ভ্যানচালক আবুল হোসেনের ছেলে।

সরেজমিন দেখা যায়, রবিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে।

পরিবারের সদস্যরা জানান- বাবা-মা, তিন ভাই ও এক বোনকে দেশে রেখে পরিবারের অভাব দূর করার স্বপ্ন নিয়ে প্রায় ছয় লাখ টাকা ধার-দেনা করে বিদেশে পাড়ি জমান রবিন। মারা যাওয়ার দুইদিন আগে মা রিনা বেগমের সঙ্গে কথা বলেন রবিন। এসময় সেখানে কাজ পাওয়ায় বিলম্ব ও থাকা খাওয়ার কষ্টের কথা জানিয়েছিলেন মাকে। কষ্টের পরও কাজ পাওয়ায় খুশি হয়েছিলেন রবিন। বেতন পাওয়া শুরু করে ঋণের ছয় লাখ টাকা পরিশোধের পর সংসারের অভাব দূর করে দেবেন বলেও আশা দিয়েছিলেন।

রবিনের মা রিনা বেগম বলেন, ‘মারা যাওয়ার দু’দিন আগেও ছেলের সঙ্গে কথা বলে কষ্টের বিবরণ শুনেছি। এরপর ঋণের টাকার জন্য চিন্তা-ভাবনা না করতে আশ্বস্ত করেছিল। বলেছিল, সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু তার আগেই চলে গেলো আমাদের ছেড়ে। তার ধার-দেনা এখন কীভাবে পরিশোধ করবো ভেবে পাচ্ছি না। তার বাবাও স্বাভাবিক চলাফেরা করতে পারেন না।’

নিহত রবিনের বাবা আবুল হোসেন জানান, রবিনের লাশ দেশে আসবে এমন কোনও খবর সরকারিভাবে জানতে পারিনি। হঠাৎ তার বন্ধুর ফোন পেয়ে বিমানবন্দর গিয়ে ছেলের মৃতদেহ গ্রহণ করি।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি