X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানির অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১

মাদারীপুর

মাদারীপুরের রাজৈরে এক সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ওই সাংবাদিক পরিবার ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজৈরে বিদ্যুতের লাইন নিয়ে জিতেন সরকার ও তার প্রতিবেশী বিপ্র বাড়ৈ এর মধ্যে বিবাদের জেরে ঢাকায় বসবাসরত জিতেনের ভাতিঝা সাংবাদিক আশুতোষ সরকারের পরিবারের নামে মামলা হয়।    

মামলার নথি পর্যালোচনা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আশুতোষ সরকার তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি সাংবাদিক আশুতোষ সরকারের চাচা জিতেন সরকার তার নতুন পাকা ভবনে বিদ্যুতের লাইন নিতে গেলে তার কিছু অংশ প্রতিবেশী বিপ্র বাড়ৈ (৩৮) এর জমির ওপরে পড়ে যায়। এতে বিপ্র বাড়ৈ ও তার স্বজনরা মিলে বিদ্যুৎ লাইন স্থাপনে বাধা দেয়। যার পরিপ্রেক্ষিতে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয় ও একপর্যায়ে বিপ্র বাড়ৈ ঢাকায় বসবাসরত সাংবাদিক আশুতোষ সরকারের বাবা কেশব সরকারসহ মোট ৭ জনকে আসামি করে মামলা করা হয়। গত ১১ সেপ্টেম্বর মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংঘর্ষ, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ওই মামলা দায়ের করে পরিবারটি।

এ বিষয়ে আশুতোষ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবেশী বিপ্র বাড়ৈ এর বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে লাইন নিতে গেলে মাত্র কয়েক ফিট বৈদ্যুতিক তার তাদের জমির ওপরের দিক দিয়ে টেনে আনা হয়। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয় এবং তারা ঢাকায় থাকা আমার বাবাসহ পরিবারের অন্যদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। এতে আমরা হয়রানির শিকার হচ্ছি।’

আশুতোষ আরও বলেন, ‘আমার বাবার বয়স ৭০ বছর, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত।  চাকরির সুবাদে আমি পরিবারসহ দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছি। আমার বাবা ও মা বেশ কয়েক বছর যাবৎ আমার সঙ্গে ঢাকাতেই আছেন। ওই ঘটনার সময় তিনি ঢাকাতেই ছিলেন। তারপরও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে ও মামলায় আসামি করা হয়েছে।

তবে এ বিষয়ে কথা বলার জন্য মামলার বাদী বিপ্র বাড়ৈ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

বিআই/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী