X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নড়িয়ায় কমছে ভাঙনের তীব্রতা, কাল থেকে ড্রেজিং

শরীয়তপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩

ভাঙনের কবলে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় ভাঙনের তীব্রতা অনেকটা কমে এসেছে। গত ৫ দিন ধরে ভাঙন পরিস্থিতি প্রায় স্থিতিশীল রয়েছে। এদিকে স্রোতের তীব্রতা কমানোর জন্য সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে পদ্মা নদীতে ড্রেজিং শুরু হচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার ভাঙন এলাকা পরিদর্শনে আসেন কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীতে ড্রেজিং শুরু হচ্ছে। আজ রাতের মধ্যেই তিনটি ড্রেজার নড়িয়ায় চলে আসবে। ড্রেজিংয়ের মাধ্যমে পদ্মার ডান তীর ঘেষে চলা প্রচণ্ড স্রোতের গতিপথ পরিবর্তন করে মাঝ নদীতে নিয়ে যাওয়া হবে। এর ফলে সাময়িকভাবে ভাঙন প্রতিরোধ হবে।’

জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘ভাঙন পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। যারা খোলা আকাশের নিচে রয়েছে, তাদের তালিকা করা হচ্ছে। অতিদ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এখন পর্যন্ত ভাঙন কবলিত ৩ হাজার ৫শ পরিবারের হাতে জরুরি সহায়তা হিসেবে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে।’

ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, গত ১১ সেপ্টেম্বর নদী ভাঙনের শিকার হয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের একটি অংশ ধসে পড়েছিল। আজ  পর্যন্ত ভবন ও তার পাশের এলাকা একই অবস্থায় রয়েছে। তবে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এবং কেদারপুর ইউনিয়নের ঘোষপাড়া ও কারিকর পাড়া এলাকায় প্রায় ২৫ মিটার জায়গা নতুন করে নদীগর্ভে বিলীন হওয়ায় ১২টি পরিবার গৃহহীন হয়েছে। আশ্রয় না পেয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ৬১টি পরিবার। শনিবার পর্যন্ত তারা কোনও সহায়তা না পেলেও রবিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি