X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শাহ আমানতে দু’দফায় ৮ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১

সোনার বার (ফাইল ছবি)

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে রবিবার (১৬ সেপ্টেম্বর)  রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইট থেকে  ৮ কেজি ১৫০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। এ ঘটনায় প্রথম ফ্লাইটের দুই যাত্রীকে কাস্টম কর্মকর্তারা আটক করলেও পরের ফ্লাইটের কাউকে আটক করতে পারেনি তারা।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রবিবার সকালে মাস্কট থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এই বিমানের দুই যাত্রীর মালামাল স্ক্যানিংয়ের সময়  ১০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। ফ্রাইপ্যানের হাতলের ভেতর লুকিয়ে  সোনার বারগুলো পাচারের চেষ্টা করছিল তারা। এ ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।

আটক দুই যাত্রী হলেন, ফটিকছড়ির আসাদুজ্জামান ও রাঙ্গুনিয়ার কামাল উদ্দিন।

মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালামাল স্ক্যানিং করার সময় সোনার অস্তিত্ব ধরা পড়ে। পরে মালামালের বক্স খুলে তাতে থাকা একটি ফ্রাইপ্যানের হাতলে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।  এ ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার বারের ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

তিনি আরও জানান, এরপর দুপুরে ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট থেকে আরও ৬ কেজি ৯৯০ গ্রাম সোনা উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা। ওই ফ্লাইটের একটি সিটের নিচে একটি হলুদ ব্যাগের ভেতরে সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় দেখে কাস্টম কর্মকর্তাদের জানায় পরিচ্ছন্নতা কর্মীরা। ব্যাগে ৬০টি সোনার বার পাওয়া গেছে। উদ্ধার করা এই সোনার ওজন ৬ কেজি ৯৯০ গ্রাম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!