X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সংসদে আর রাজাকার দেখতে চাই না: শাহরিয়ার কবির

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০

সংসদে আর রাজাকার দেখতে চাই না: শাহরিয়ার কবির

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা সংসদ পেয়েছি। এই সংসদে আর রাজাকার দেখতে চাই না। আমরা রাজাকারমুক্ত সংসদ চাই।’

রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ বাস টার্মিনালে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রা’ বিষয়ক এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা একাত্তরে গণহত্যা করেছিল, মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীদের নির্বাচনে দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বলেছি, আপনারা জামায়াতে ইসলামীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন, দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় তারা নির্বাচন করতে পারবে না। জামায়াতের কোনও ব্যক্তি স্বতন্ত্রভাবে কিংবা অন্য কোনও দলের প্রতীক নিয়ে এই বাংলাদেশে নির্বাচন করুক, আমরা দেখতে চাই না।’

তিনি আরও বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেসব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জামায়াতে ইসলামীকে ছাড়ুন, নির্বাচনে আসুন। আপনাদের ভোট দিলে আপনারা জয়ী হবেন। কিন্তু তার আগে আপনাদের ঘোষণা করতে হবে, আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশের কনসেপ্টকে বিশ্বাস করেন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন –এটা আপনাদের মানতে হবে, যদি আপনারা বাংলাদেশে থাকতে চান।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কালীগঞ্জ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি কাজী মুকুল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, যশোর জেলা শাখার নেতা হারুনুর রশীদ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি লিয়াকত আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জমান অদু, ইরফান মণ্ডল প্রমুখ।

 

/এমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি