X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেড়াতে এসে ছিনতাইকারীদের হাতে খুন: ২ জনকে আসামি করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫

চট্টগ্রাম বেড়াতে এসে ছিনতাইকারীদের হাতে শিরিন আখতার (২৮) নামে এক নারী নিহতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় দুই জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। সোমবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার(প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগপত্রে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকায় দুই জনকে আসামি এবং ছয় জনকে সাক্ষী রাখা হয়েছে বলে তিনি জানান।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিরিন আখতার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরির্দশক সাগর ভদ্র অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকায় দুই জনকে আসামি করা হয়েছে।’

শিরিন আখতার পটিয়ার কচুয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত ফজলে করিমের মেয়ে। মামলার এজহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ জুন নগরীর বেটারীগলিতে চাচাতো বোনের বাসায় বেড়াতে আসেন শিরিন আখতার। ১৩ জুন সন্ধ্যায় আত্মীয়ের সঙ্গে টেরিবাজার যাওয়ার পথে জামালখান উদয়ন স্কুলের সামনে আসতেই মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী শিরিন আখতারের ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এসময় শিরিন আখতার রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন মারা যায়। এ ঘটনায় পরদিন নিহতের চাচাতো ভাই মো. সৈয়দুল আলম বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাত পরিচয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় জড়িত সন্দেহে গত বছরের ১৯ জুন মো. ইউনূছ প্রকাশ সুমন (৩৯) ও মোহাম্মদ মোস্তফাকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। ছিনতাইয়ের ঘটনা ঘটার কিছুক্ষণ আগে তারা সেখানে ঘোরাঘুরি করছিলেন। পরে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা না পেয়ে আদালত তাদের অব্যাহতি দেন।

এরপর ২১ জুন ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এরশাদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং মোটরসাইকেলটি সে চালায় বলে জানায়। এরশাদ নগরীর লাভ লেনের আবেদীন কলোনীর লুৎফি আহম্মেদের ভাড়া ঘরে থাকে। তার দেওয়া তথ্যমতে চলতি বছরের ১৯ জানুয়ারি এই ঘটনায় জড়িত মামলার অন্যতম আসামি সাইদুল ইসলাম সাহেদকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। এই সাইদুল ইসলামই শিরিন আখতারের ব্যাগ টান দিয়েছিল। সাইদুল সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার মেম্বার বাড়ির মৃত মো. সোলেমানের সন্তান। গ্রেফতার এরশাদ ও সাইদুল ইসলামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন- চা বাগানের মালিক এখন কারাগারে মালি



 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা