X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করছে ভারত: শ্রিংলা

কক্সবাজার প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫

কক্সবাজারে হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সব ধরনের সহযোগিতা করছে।’ আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও জ্বালানি তেল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, ‘ইতোমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫০টি বাড়ি নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও মিয়ানমারের মংডু জেলার ক্যিং সং গ্রামে আরও ৫০টি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।’

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে শ্রিংলা বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফা ত্রাণসামগ্রী দেওয়ার পর এবার তৃতীয় দফা হিসেবে কেরোসিন ও স্টোভ বিতরণ করা হচ্ছে। রোহিঙ্গাদের জ্বালানির কথা বিবেচনা করে আজ ১১ লাখ লিটার কেরোসিন ও ২০ হাজার স্টোভ বিতরণ করা হচ্ছে। ২০ হাজার রোহিঙ্গা পরিবারকে একটি করে স্টোভ ও ১০ কেজি করে কেরোসিন বিতরণ করা হচ্ছে।’

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন হর্ষ বর্ধন শ্রিংলা

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সচিব মো. শাহ আলম, কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

জ্বালানি তেল বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘রোহিঙ্গা সংকটের পর থেকে ভারত আমাদের পাশে রয়েছে। ইতোপূর্বে ভারত রোহিঙ্গাদের মাঝে শিশুখাদ্য, চাল, ডাল, বর্ষাকালে রেইনকোট, গামবুটসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে। কিন্তু এবার আমাদের অনুরোধে জ্বালানি তেল ও স্টোভ দিয়ে সাহায্য করছে। এজন্য ভারতকে ধন্যবাদ জানাচ্ছি।’ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন হর্ষ বর্ধন শ্রিংলা

এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ভারতীয় ১০ সদস্যের প্রতিনিধি দল। ভারতীয় সহকারী হাইকমিশন ও চট্টগ্রামের দ্বিতীয় সচিব শুভাসিশ সিনহা জানান, ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রতিনিধি দলটি ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত মিয়ানমার সেনাদের নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখের মতো। আগে থেকে অবস্থান করাদের মিলিয়ে কক্সবাজারে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। এই বিশাল সংকটের মধ্যে বিভিন্ন সময় রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেও কোনও সময় প্রতিনিধি পাঠায়নি ভারত। তাই ভারতীয় প্রতিনিধি দলের এ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট নিরসন প্রক্রিয়া আরও অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন- টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!